Ajker Patrika

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাভাবিক সন্তান প্রসবে সফলতা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫২
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাভাবিক সন্তান প্রসবে সফলতা

রাজধানীর মিরপুর-৬ নম্বরে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে গর্ভবতী নারীর স্বাভাবিক সন্তান প্রসবের সফলতায় খুশি সেবা নিতে আসা মানুষ। ব্যথামুক্ত স্বাভাবিক প্রসবের চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ এই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ। 

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে সেবা নিতে আসা স্বপ্নীল ইসলাম নামের এক নারীর স্বামী গত মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন। 

স্বপ্নীল ইসলামের স্বামী বলেন, ‘অনেক আশা নিয়ে গাজীপুর থেকে ঢাকার আলোক হাসপাতালে স্ত্রীকে নিয়ে আসি স্বাভাবিক সন্তান প্রসব করানোর জন্য। আমরা আগে থেকেই এই হাসপাতালের চিকিৎসক হালিমা খানমের অধীনে চিকিৎসাসেবা নিচ্ছিলাম। হালিমা খানমের আন্তরিকতায় স্ত্রীকে আলোক হাসপাতালে ভর্তি করাই।’ 

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে অভ্যর্থনাকক্ষ থেকে শুরু করে কর্মরত সবাই আন্তরিকতার সঙ্গে সেবা শুরু করে দেন। হালিমা খানম প্রতিমুহূর্তে রোগীর খবর নিচ্ছিলেন। সবার সহযোগিতায় স্ত্রী স্বপ্নীল ইসলামের ব্যথামুক্ত স্বাভাবিক প্রসবের মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে।’ 
 
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে অনেক মা স্বাভাবিক সন্তান প্রসবের সময় ব্যথা সহ্য করতে চান না। আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে ব্যথামুক্ত স্বাভাবিক সন্তান প্রসবের সুবিধা ও সেবার চেষ্টা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত