নিজস্ব প্রতিবেদক ঢাকা

পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি বহুতল ভবনে সকাল থেকে পানি নেই। পানি না থাকায় ২০ তলা এই ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজিমপুর কলোনির ২০ নম্বর ভবনের নিরাপত্তা প্রহরী শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে গণপূর্তের লোকজন জানান যে পানির পাম্পের সমস্যা আছে। বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু রাত ১১টা পর্যন্ত রিজার্ভ ট্যাংকিতে পানি সরবরাহ দেওয়া হয়নি। এতে অনেকেই পাশের ভবন থেকে পানি এনে ব্যবহার করছেন।
২০নং ভবনের বাসিন্দা হোসেন জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘রাতে বাসায় ফিরে দেখি পানি নেই। রান্না বন্ধ রয়েছে।’
ছয়তলার বাসিন্দা বীথি আক্তার জানান, পানি না থাকায় তাঁর রাতের রান্না করা সম্ভব হয়নি। হাতমুখ ধোয়া কিংবা অজু করার মতো পানিও তাঁদের বাসায় ছিল না।
এ ভবনের বাসিন্দা নার্গিস জানান, কখনো ভবনের পানির সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দেওয়াতে অজু করা থেকে শুরু করে থালাবাটি ধোয়ার পানিও ছিল না। রাতের বেলায় পাশের ১৭ নম্বর ভবন থেকে কিছু পানি এনে প্রয়োজন মেটাতে হয়।
জানতে চাইলে আজিমপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখান থেকে পানি সরবরাহ দেওয়া হয় সেখানকার মোটরে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ভবনে পানি আসছে না। পাম্পের মোটর মেরামত না করা পর্যন্ত ভবনটিতে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।’
পানি এবং মোটর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী তুষার আলম। তিনি পাম্পের সেখানে আছেন বলে জানান আল আমিন। উপসহকারী প্রকৌশলী তুষার আলমের ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে বি জোনের এক নম্বর গেটের প্রবেশপথের ডান পাশে যেখানে পাম্পের সমস্যা হয়েছে সেখানে গিয়েও তুষার আলমকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার জন্য রাত ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পুরান ঢাকার আজিমপুর কলোনির একটি বহুতল ভবনে সকাল থেকে পানি নেই। পানি না থাকায় ২০ তলা এই ভবনের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজিমপুর কলোনির ২০ নম্বর ভবনের নিরাপত্তা প্রহরী শামসুল আলম জানান, সকাল ১১টার দিকে গণপূর্তের লোকজন জানান যে পানির পাম্পের সমস্যা আছে। বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু রাত ১১টা পর্যন্ত রিজার্ভ ট্যাংকিতে পানি সরবরাহ দেওয়া হয়নি। এতে অনেকেই পাশের ভবন থেকে পানি এনে ব্যবহার করছেন।
২০নং ভবনের বাসিন্দা হোসেন জানান, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পানি বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। তিনি বলেন, ‘রাতে বাসায় ফিরে দেখি পানি নেই। রান্না বন্ধ রয়েছে।’
ছয়তলার বাসিন্দা বীথি আক্তার জানান, পানি না থাকায় তাঁর রাতের রান্না করা সম্ভব হয়নি। হাতমুখ ধোয়া কিংবা অজু করার মতো পানিও তাঁদের বাসায় ছিল না।
এ ভবনের বাসিন্দা নার্গিস জানান, কখনো ভবনের পানির সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে পানির সংকট দেখা দেওয়াতে অজু করা থেকে শুরু করে থালাবাটি ধোয়ার পানিও ছিল না। রাতের বেলায় পাশের ১৭ নম্বর ভবন থেকে কিছু পানি এনে প্রয়োজন মেটাতে হয়।
জানতে চাইলে আজিমপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখান থেকে পানি সরবরাহ দেওয়া হয় সেখানকার মোটরে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে ভবনে পানি আসছে না। পাম্পের মোটর মেরামত না করা পর্যন্ত ভবনটিতে পানি সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।’
পানি এবং মোটর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন উপসহকারী প্রকৌশলী তুষার আলম। তিনি পাম্পের সেখানে আছেন বলে জানান আল আমিন। উপসহকারী প্রকৌশলী তুষার আলমের ফোনে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি জবাব দেননি। পরে বি জোনের এক নম্বর গেটের প্রবেশপথের ডান পাশে যেখানে পাম্পের সমস্যা হয়েছে সেখানে গিয়েও তুষার আলমকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য নেওয়ার জন্য রাত ১১টা পর্যন্ত ২০ থেকে ২৫ বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে