ঢাবি সংবাদদাতা

নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয়টি স্থানে বুথ বসিয়ে মতামত সংগ্রহের এই ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই জরিপে নতুন দলের নাম কী হবে, প্রতীক কী হবে, দলের কাছে প্রত্যাশা কী, দেশ বদলে দেওয়া তিনটি কাজের প্রস্তাব ইত্যাদি আকাঙ্ক্ষার কথা লিখিত ফরমের মাধ্যমে জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা বলছেন, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তাঁরা। তাদের প্রত্যাশা, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।
মতামত সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য আশিকুর রহমান জীম বলেন, ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই আকাঙ্ক্ষা আমরা সবার চাওয়া অনুযায়ীই পূরণ করতে চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখেই দেশব্যাপী অনলাইনে-অফলাইনে জনমত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের শিক্ষার্থী লিমন হাসান বলেন, বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে সবার মতামত নিয়ে এগিয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের এই দলটি। দেশ-জাতির পুনর্গঠনে তারা মানুষের সকল পরামর্শকে মূল্যায়ন করছে।
এর আগে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ক্যাম্পেইনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণেরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।
হাসনাত আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামতই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার মতামতের ভিত্তিতেই গঠিত হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।

নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মতামত গ্রহণে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে ক্যাম্পেইন শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরি, টিএসসি প্রাঙ্গণ, বটতলা, সায়েন্স লাইব্রেরি প্রাঙ্গণ এবং হল পাড়ায় বুথ বসানো হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয়টি স্থানে বুথ বসিয়ে মতামত সংগ্রহের এই ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই জরিপে নতুন দলের নাম কী হবে, প্রতীক কী হবে, দলের কাছে প্রত্যাশা কী, দেশ বদলে দেওয়া তিনটি কাজের প্রস্তাব ইত্যাদি আকাঙ্ক্ষার কথা লিখিত ফরমের মাধ্যমে জানাচ্ছেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা বলছেন, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তাঁরা। তাদের প্রত্যাশা, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল।
মতামত সংগ্রহের দায়িত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য আশিকুর রহমান জীম বলেন, ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই আকাঙ্ক্ষা আমরা সবার চাওয়া অনুযায়ীই পূরণ করতে চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখেই দেশব্যাপী অনলাইনে-অফলাইনে জনমত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্পিকিং ফর আদার ল্যাঙ্গুয়েজ (ইসোল) বিভাগের শিক্ষার্থী লিমন হাসান বলেন, বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে সবার মতামত নিয়ে এগিয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে বিপ্লবীদের এই দলটি। দেশ-জাতির পুনর্গঠনে তারা মানুষের সকল পরামর্শকে মূল্যায়ন করছে।
এর আগে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ক্যাম্পেইনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হওয়া আন্দোলন একসময় দুই সহস্রাধিক প্রাণের বিনিময়ের গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। যার নেতৃত্বে ছিল বাংলাদেশের বিপ্লবী ছাত্র-তারুণ্য। সেই তরুণেরাই গঠন করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর সেই দল গঠনে আমরা জানতে চাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজের মতামতের প্রতিফলন ঘটিয়েই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল। সেই লক্ষ্যে আমরা শুরু করছি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ নামক ক্যাম্পেইন।
হাসনাত আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর মতামতই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবার মতামতের ভিত্তিতেই গঠিত হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণকারী নতুন রাজনৈতিক দল।

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
৩৫ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে