নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর হলিক্রস কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রনালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।
আজ বুধবার আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর। তিনি বলেন, হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর (পারপিতা ফাইহা) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেন উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে পারপিতা। তারা বলেন, এ বছর প্রথম সাময়িকী পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিও-এর কাছে প্রাইভেট পড়েনি।
এ অভিযোগ সর্ম্পকে বক্তব্য জানতে একাধিকবার শোভন রোজারিওকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় বুধবার সকালে কলেজ কৃর্তপক্ষের কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চান কয়েকজন অভিভাবক। এরপর অধ্যক্ষের পক্ষে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। তিনি পারপিতা ফাইহার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল। যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ৭ম শ্রেণির পরীক্ষায় সে ২৭ তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নেইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২ তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।
পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে পারপিতা ছাদ থেকে লাফ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন, যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হবে। আমাদের প্রশাসন অনেক স্বচ্ছ। অভিভাবকেরা চাইলেই শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে সহজেই দেখা করতে পারেন। তারপরও আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে তারা ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, ওই ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। ফিরে আসলে হয়তো মামলা হতে পারে।
এরআগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে সে এমন ঘটনা ঘটিয়েছে।

রাজধানীর হলিক্রস কলেজের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রনালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।
আজ বুধবার আজকের পত্রিকা এ তথ্য নিশ্চিত করেন ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর। তিনি বলেন, হলিক্রস কলেজের এক শিক্ষার্থীর (পারপিতা ফাইহা) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ডিআইএর উপ-পরিচালক ড. রেহানা খাতুনকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আরেক সদস্য শিক্ষা পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পারপিতার একাধিক সহপাঠী অভিযোগ করেন উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে পারপিতা। তারা বলেন, এ বছর প্রথম সাময়িকী পরীক্ষায় উচ্চতর গণিতে সি ও ডি শাখার ১০২ জনের মধ্যে ৩৫ জন ফেল করেছে। আর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে ৫৫ জন। দুই পরীক্ষায়ই পারপিতা ফেল করে। কারণ সে গণিত শিক্ষক শোভন রোজারিও-এর কাছে প্রাইভেট পড়েনি।
এ অভিযোগ সর্ম্পকে বক্তব্য জানতে একাধিকবার শোভন রোজারিওকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ ঘটনায় বুধবার সকালে কলেজ কৃর্তপক্ষের কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চান কয়েকজন অভিভাবক। এরপর অধ্যক্ষের পক্ষে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন সিনিয়র শিক্ষক শিখা রায়। তিনি পারপিতা ফাইহার মৃত্যুর ঘটনায় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, গণমাধ্যমে বলা হচ্ছে ফাইহা নবম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিল। যা সঠিক নয়। সে হলিক্রস কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ৭ম শ্রেণির পরীক্ষায় সে ২৭ তম স্থান অর্জন করে। এরপর করোনার কারণে আমরা সব পরীক্ষা নেইনি। অষ্টম শ্রেণিতে সে পরীক্ষায় ৩২ তম স্থান করে। সে প্রথম স্থানে কখনোই আসেনি। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক।
পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে পারপিতা ছাদ থেকে লাফ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে তিনি বলেন, যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হবে। আমাদের প্রশাসন অনেক স্বচ্ছ। অভিভাবকেরা চাইলেই শিক্ষক ও প্রধান শিক্ষকের সঙ্গে সহজেই দেখা করতে পারেন। তারপরও আমরা অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। তদন্ত করে অভিযোগ প্রমানিত হলে তারা ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, ওই ছাত্রীর পরিবার মরদেহ দাফন করতে গ্রামের বাড়ি নোয়াখালী গেছে। ফিরে আসলে হয়তো মামলা হতে পারে।
এরআগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন রোডের নন্দন রোকেয়া নামের ১২ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহা (১৪)। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। অভিযোগ উঠে পরীক্ষায় ফেলের অপমান সইতে না পেরে সে এমন ঘটনা ঘটিয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে