ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। এতে বিভাগটির অধীনে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষাগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধীনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
খালেকুজ্জামান চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে দেখতে হবে। আমরা বিরাট ক্ষমতাবান, এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে চাই।’
উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো অনিয়ম চলতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারণে যে ভোগান্তি হবে, সেটা তাঁকেই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।’
মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র তুলে ধরে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক (প্রধান প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান প্রমুখ।

ফরিদপুরে পরিকল্পনা, প্রশিক্ষণ ও নির্মাণসামগ্রী পরীক্ষাগার উদ্বোধন করেছে গণপূর্ত বিভাগ। এতে বিভাগটির অধীনে থাকা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মসহ ভেজাল সামগ্রী রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ মঙ্গলবার দুপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে পরীক্ষাগারটির উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। পরে তিনি পরীক্ষাগারটি পরিদর্শন করেন। এর আগে বিভাগটির অধীনে থাকা চলমান উন্নয়নমূলক কাজের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
খালেকুজ্জামান চৌধুরী কর্মকর্তা ও কর্মচারীদের জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে দেখতে হবে। আমরা বিরাট ক্ষমতাবান, এই চিন্তা করা যাবে না। আপনার দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের কাজে অবদান রাখতে হবে। আমরা এভাবেই প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে চাই।’
উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো অনিয়ম চলতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘অনিয়ম চলবে না। কেউ যদি অনিয়ম করে, তাহলে অনিয়মের কারণে যে ভোগান্তি হবে, সেটা তাঁকেই ভোগ করতে হবে। অনেক সময় আমরা সঠিক দিক-নির্দেশনা দিতে পারি না, যে কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এখন আমরা সেটা চাই না। আমাদের দিক-নির্দেশনা স্পষ্ট, আমরা মানুষের জন্য কাজ করব। মানুষ যেন সত্যিকার অর্থে বুঝতে পারে এই সরকার জনগণের জন্য কাজ করছে।’
মতিবিনিময় শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র তুলে ধরে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় চলমান প্রকল্প, বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জোনের এসি তত্ত্বাবধায়ক (প্রধান প্রকৌশলী) বাহাদুর আলী, পিএনডির নির্বাহী প্রকৌশলী মো. আবু সুফিয়ান মাহবুব, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান প্রমুখ।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
২ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে