ঢামেক প্রতিবেদক

রাজধানীর পৃথক দুটি স্থানে দুই নিরাপত্তারক্ষী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের একজন হলেন মোহাম্মদপুর বছিলার সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিক (৬০) এবং কাকরাইল ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মজিবর রহমান (৫৩)। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করা হয়। তাঁর ছেলে মো. রিজওয়ান জানান, তাঁরা মোহাম্মদপুর সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন তাঁর বাবা। রাতে এক ব্যক্তি এসে তাঁর বাবার কাছে তাঁর মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোন না দেওয়ায় ওই ব্যক্তি পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এদিকে, আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথের নিরাপত্তারক্ষী মজিবরকে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মজিবরের সহকর্মী সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘রাত্রিকালীন ডিউটি ছিল মজিবরের। সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেটে ছুরিকাঘাত করে। মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। তাকে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
মজিবরকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ওই যুবকের নাম হাসিবুল হাসান (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সিদ্দিকের পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত মজিবরের মাথায় আঘাত, ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘ভোরে কাকরাইলে এটিএম বুথে টাকা চুরি করতে এসে নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। পরে অন্যান্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম হাসিবুল হাসান। তাঁর কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।’

রাজধানীর পৃথক দুটি স্থানে দুই নিরাপত্তারক্ষী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁদের একজন হলেন মোহাম্মদপুর বছিলার সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিক (৬০) এবং কাকরাইল ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষী মজিবর রহমান (৫৩)। দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ এরই মধ্যে একজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত ৮টার দিকে সূচনা মডেল সিটির আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত করা হয়। তাঁর ছেলে মো. রিজওয়ান জানান, তাঁরা মোহাম্মদপুর সূচনা মডেল সিটিতে থাকেন। পাশেই একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন তাঁর বাবা। রাতে এক ব্যক্তি এসে তাঁর বাবার কাছে তাঁর মোবাইল ফোনটি চায়। অচেনা ওই ব্যক্তিকে ফোন না দেওয়ায় ওই ব্যক্তি পেটে ছুরিকাঘাত করে ফোন ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এদিকে, আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে এটিএম বুথের নিরাপত্তারক্ষী মজিবরকে ছুরিকাঘাত ও হাতুড়ি পেটা করার ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মজিবরের সহকর্মী সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান বলেন, ‘রাত্রিকালীন ডিউটি ছিল মজিবরের। সে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে ইসলামী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তারক্ষী। আনুমানিক ভোর সোয়া ৪টার দিকে এক যুবক এটিএম বুথে ঢুকে মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পেটে ছুরিকাঘাত করে। মজিবরের চিৎকারে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আশপাশের এটিএম বুথে ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে। তাকে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
মজিবরকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ওই যুবকের নাম হাসিবুল হাসান (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সিদ্দিকের পেটে একটি ছুরিকাঘাত রয়েছে। তাঁকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত মজিবরের মাথায় আঘাত, ও পেটে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘ভোরে কাকরাইলে এটিএম বুথে টাকা চুরি করতে এসে নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেছে। পরে অন্যান্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে এক যুবককে আটক করা হয়েছে। ওই যুবকের নাম হাসিবুল হাসান। তাঁর কাছে থাকা হাতুড়ি ও ছুরি জব্দ করা হয়েছে।’

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে