নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে নবী উল্লাহ নবীকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আশরাফুল আলম।
অন্যদিকে নবীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদাপোশাকে কয়েকজন লোক তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ স্বীকার করে নবী উল্লাহ নবীসহ আটজনকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়েছে।
তবে ট্রেনে আগুন লাগার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আপাতত নবী উল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গতকাল শুক্রবার দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই অবস্থায় নবী উল্লাহ নবীসহ আটজনের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে নবী উল্লাহ নবীকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আশরাফুল আলম।
অন্যদিকে নবীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদাপোশাকে কয়েকজন লোক তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে গোয়েন্দা পুলিশ স্বীকার করে নবী উল্লাহ নবীসহ আটজনকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়েছে।
তবে ট্রেনে আগুন লাগার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আপাতত নবী উল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গতকাল শুক্রবার দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই অবস্থায় নবী উল্লাহ নবীসহ আটজনের গ্রেপ্তার করা হয়।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
১৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
১৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২২ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে