ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’
ওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’
বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই অবশ্য হাসপাতালের স্টাফরা আগুন নিভিয়ে ফেলেছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি।
হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুন লেগেছে। তবে হাসপাতালের লোকজন আগুন নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’
ওই নার্স আরও বলেন, ‘আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিলেন। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
ওই কক্ষে একটি টেবিল, নার্সদের পোশাক-পরিচ্ছদ, অক্সিজেন সিলিন্ডার ও একটি টেবিল ফ্যান ছিল। ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। হাসপাতালের যেখানে আগুন লাগে সেখানে ৩১০ নম্বর নারী ওয়ার্ড। পাশাপাশি দুটি ওয়ার্ডে নারী রোগী ছিলেন। তাঁরা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। তবে কোনো ধরনের অঘটন হয়নি।’
বাচ্চু মিয়া বলেন, ‘আগুনের সূত্রপাত যেখানে, সেই কক্ষটি ছিল নার্সদের পোশাক পরিবর্তনের স্থান। সেখানে তাঁদের কাপড়, একটি ড্রেসিং টেবিল, একটি ছোট ফ্যান ছিল। সেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসেছিল। তবে আগেই হাসপাতালের আনসার ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে