
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ-যুবলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এ সংঘর্ষ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) সংঘর্ষ চলছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি কম। স্থানীয়ভাবে পরিচিত বিএনপি-জামায়াতের কর্মী ও সমর্থকেরা আন্দোলনে অংশ নিয়েছেন। পুলিশ ও আওয়ামী-যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বুধবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কিছু কিছু যানবাহন চলতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেন। যান চলাচলে বাধা দিচ্ছেন তাঁরা। সাংবাদিকদের মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ও অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন।
বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক নারী-পুরুষ শিশু ও রোগীরা। বেলা ১১টা নাগাদ ওই এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগ মিলে শাটডাউনের প্রতিবাদে মিছিল বের করে।
রাজধানীর শনির আখড়ায় বুধবার দিনভর ও রাতে আন্দোলনকারী-পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ-যুবলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এ সংঘর্ষ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১১টা) সংঘর্ষ চলছে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীদের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি কম। স্থানীয়ভাবে পরিচিত বিএনপি-জামায়াতের কর্মী ও সমর্থকেরা আন্দোলনে অংশ নিয়েছেন। পুলিশ ও আওয়ামী-যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বুধবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কিছু কিছু যানবাহন চলতে দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেন। যান চলাচলে বাধা দিচ্ছেন তাঁরা। সাংবাদিকদের মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ও অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন।
বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক নারী-পুরুষ শিশু ও রোগীরা। বেলা ১১টা নাগাদ ওই এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগ মিলে শাটডাউনের প্রতিবাদে মিছিল বের করে।
রাজধানীর শনির আখড়ায় বুধবার দিনভর ও রাতে আন্দোলনকারী-পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে