আজকের পত্রিকা ডেস্ক

চট্টগ্রামের ঘটনার কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন চলচ্চিত্রকর্মীরা। একাডেমির খসড়া আইনে চলচ্চিত্রকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ বুধবার এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল। এখন কর্মসূচির পরিবর্তে তাঁরা একাডেমি বরাবর স্মারকলিপি দেবেন।
চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌয়ের ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘গতকাল (২৬ নভেম্বর) চট্টগ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা ২৭ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটে আমাদের “প্রতিবাদী অবস্থান” কর্মসূচি আপাতত স্থগিত করছি। পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরাবর আমাদের দাবির প্রেক্ষিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ব্যক্তির পক্ষে স্মারকলিপি দেওয়া হবে।’
সেখানে আরও বলা হয়, ‘জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের ঐক্য, নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বজায় রাখতে আমরা ফিল্ম কমিউনিটি অঙ্গীকারবদ্ধ। বর্তমান পরিস্থিতির দ্রুত কার্যকর সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি।’
তাঁরা জানিয়েছেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অবশ্যই স্বতন্ত্র ও কার্যকর চলচ্চিত্র বিভাগ রাখার দাবিতে আমরা অনড় থাকব। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা নিরসনে শিল্পকলা এবং শিল্প হিসেবে সিনেমার একসঙ্গে পথ চলা জরুরি। আমাদের সচেতন সাংস্কৃতিক কার্যক্রমই একটি কাণ্ডজ্ঞানসম্পন্ন ও সংবেদনশীল সমাজ গড়তে পারে।’
পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ে স্মারকলিপি দেবেন এবং পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন তাঁরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের খসড়ায় আগের ‘নাট্যকলা ও চলচ্চিত্র’ উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিবৃতি দিয়েছেন। তাঁদের দাবি, বাদ নয়, শিল্পকলায় আলাদা চলচ্চিত্র বিভাগ করতে হবে।

চট্টগ্রামের ঘটনার কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন চলচ্চিত্রকর্মীরা। একাডেমির খসড়া আইনে চলচ্চিত্রকে বাদ দেওয়ার প্রতিবাদে আজ বুধবার এই প্রতিবাদ কর্মসূচি হওয়ার কথা ছিল। এখন কর্মসূচির পরিবর্তে তাঁরা একাডেমি বরাবর স্মারকলিপি দেবেন।
চলচ্চিত্র নির্মাতা তাসমিয়াহ আফরিন মৌয়ের ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘গতকাল (২৬ নভেম্বর) চট্টগ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা ২৭ নভেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটে আমাদের “প্রতিবাদী অবস্থান” কর্মসূচি আপাতত স্থগিত করছি। পরিবর্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরাবর আমাদের দাবির প্রেক্ষিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ব্যক্তির পক্ষে স্মারকলিপি দেওয়া হবে।’
সেখানে আরও বলা হয়, ‘জুলাই গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের ঐক্য, নাগরিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বজায় রাখতে আমরা ফিল্ম কমিউনিটি অঙ্গীকারবদ্ধ। বর্তমান পরিস্থিতির দ্রুত কার্যকর সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করছি।’
তাঁরা জানিয়েছেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অবশ্যই স্বতন্ত্র ও কার্যকর চলচ্চিত্র বিভাগ রাখার দাবিতে আমরা অনড় থাকব। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা নিরসনে শিল্পকলা এবং শিল্প হিসেবে সিনেমার একসঙ্গে পথ চলা জরুরি। আমাদের সচেতন সাংস্কৃতিক কার্যক্রমই একটি কাণ্ডজ্ঞানসম্পন্ন ও সংবেদনশীল সমাজ গড়তে পারে।’
পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ে স্মারকলিপি দেবেন এবং পরবর্তী কার্যক্রম ঘোষণা করবেন তাঁরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশের খসড়ায় আগের ‘নাট্যকলা ও চলচ্চিত্র’ উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিবৃতি দিয়েছেন। তাঁদের দাবি, বাদ নয়, শিল্পকলায় আলাদা চলচ্চিত্র বিভাগ করতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে