Ajker Patrika

স্ত্রী গ্রামের বাড়ি, বাসায় ভিন্ন নারীকে এনে হত্যার পর লাশ বস্তায় ভরেন স্বামী

স্ত্রী গ্রামের বাড়ি, বাসায় ভিন্ন নারীকে এনে হত্যার পর লাশ বস্তায় ভরেন স্বামী

সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে কুলসুম আক্তার খুশি (৩০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলী হায়দার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার সকাল ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি অ্যাসেড স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলসুম আক্তারের বাড়ি কুমিল্লায়। 

আটক হায়দার আলী ফরিদপুর জেলার সদরপুর থানার চরদুভাইল গ্রামের বাসিন্দা। বর্তমানে সাভারে মোবাইল এক্সসোরিজের ব্যবসা করতেন ও ব্যাংক কলোনির ওই বাড়ির ২য় তলায় বসবাস করতেন। 

পুলিশ জানায়, ব্যাংক কলোনির ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দী মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। 

আটক আলী হায়দারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ দিন আগে হায়দার আলীর পরিবারের অন্যরা গ্রামের বাড়িতে যায়। এই সুযোগে ওই নারীকে বাসা নিয়ে আসে। একপর্যায়ে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তখন নারী চিৎকার করে লোকজন জড়ো করার হুমকি দেয়। এ সময় হায়দার আলী উত্তেজিত হয়ে গামছা পেঁচিয়ে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী কেন ওই বাসায় গিয়ে ছিল ও পেশায় কি করতো তা এখনো অস্পষ্ট। এ ছাড়া তাদের কি সম্পর্ক ছিল? এসব সামনে রেখে তদন্ত করা হচ্ছে। 
///////
বউ গ্রামের বাড়ি যাওয়া অন্য নারীকে আনা হয় বাসায়, টাকা নিয়ে কথাকাটাকাটি জেরে খুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত