নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন—এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, এই তিনটি বই দেশের প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের পড়া উচিত।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ চ্যাপটার আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সভায় রামেন্দু মজুমদার জানান, ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার সম্মেলনে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে রামেন্দু মজুমদার ও মফিদুল হক এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন এবং দেশে ফেরার পর গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো প্রয়াত লেখককে সংগঠনের পক্ষ থেকে এমন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বঙ্গবন্ধুর তিনটি বই থেকে প্রত্যেক রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের বইগুলো পড়া উচিত।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নতুন নতুন মাত্রায় আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু সাহিত্যিক হিসাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন অসমাপ্ত রয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর সাহিত্যিক পরিচিতিটা তুলে ধরা।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা সাহিত্যিক হিসেবে ভাবতে পারি নাই। কিন্তু অন্যরা ঠিকই ভেবেছে এবং পুরস্কৃতও করেছে। বঙ্গবন্ধুকে এখনো বিভিন্ন দিক থেকে আবিষ্কার করা বাকি রয়ে গেছে।’

অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়াচীন—এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, এই তিনটি বই দেশের প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের পড়া উচিত।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফেডারেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার, বাংলাদেশ চ্যাপটার আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সভায় রামেন্দু মজুমদার জানান, ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার সম্মেলনে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ এই তিনখন্ড আত্মস্মৃতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষ সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে রামেন্দু মজুমদার ও মফিদুল হক এই পুরস্কার ও সনদ গ্রহণ করেন এবং দেশে ফেরার পর গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন, ‘এই প্রথম কোনো প্রয়াত লেখককে সংগঠনের পক্ষ থেকে এমন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। বঙ্গবন্ধুর তিনটি বই থেকে প্রত্যেক রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে। প্রত্যেক রাজনীতিবিদ ও তরুণদের বইগুলো পড়া উচিত।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নতুন নতুন মাত্রায় আমরা খুঁজে পাচ্ছি। কিন্তু সাহিত্যিক হিসাবে বঙ্গবন্ধুর মূল্যায়ন অসমাপ্ত রয়ে গেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে বঙ্গবন্ধুর সাহিত্যিক পরিচিতিটা তুলে ধরা।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা সাহিত্যিক হিসেবে ভাবতে পারি নাই। কিন্তু অন্যরা ঠিকই ভেবেছে এবং পুরস্কৃতও করেছে। বঙ্গবন্ধুকে এখনো বিভিন্ন দিক থেকে আবিষ্কার করা বাকি রয়ে গেছে।’

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
৬ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
২৩ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৬ মিনিট আগে