আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।
এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।
ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।
আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।

রাজধানীর মোহাম্মদপুরে গত কয়েক দিন ধরে ছিনতাই ও কিশোর গ্যাং চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। হঠাৎ করে এলাকায় ছিনতাই ও নানা অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে দাবি এলাকাবাসীর। ফলে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করে থানার সামনে যান তাঁরা।
এ সময় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেন বিক্ষুব্ধরা। অন্যথায় পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করে স্থানীয়রা।
ইশতিয়াক সজীব নামের এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। অলিতে গলিতে দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে।
আরেক বাসিন্দা ইসমাইল পাটওয়ারী বলেন, কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থাকার পরও একের পর এক ঘটনা ঘটছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। প্রায়ই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়। তাই মোহাম্মদপুর থানার ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত বেড়েই চলছে। পুরো মোহাম্মদপুর এলাকায় এমন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাং হামলার শিকার হওয়ার পরও পুলিশের ভূমিকা নীরব। যার ফলে মোহাম্মদপুর থানার ওসিকে দ্রুত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করার আল্টিমেটাম বেঁধে দেয়। এর মধ্যে অপসারণ করা না হলে পুলিশ সদর দপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ওসির অপসারণের আল্টিমেটাম দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি শেষ করেন স্থানীয়রা।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে