নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
গ্রেপ্তার ওই নারীর নাম পারভীন আক্তার (২৪)। তাঁর বাড়ি কক্সবাজার সদরের পূর্ব হামজার ডেল গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রায় তিন বছর আগে এজাহারভুক্ত আসামি মো. হামিম হোসেন ওরফে ফাহিম (৩২) নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে আড়াই একর জায়গার একটি খামারবাড়ি পাঁচ বছরের জন্য ভাড়া নেন। গত মাসের ৯ জুন খামারবাড়িটিতে মৎস্য খামার পরিচালনার আড়ালে আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পায় পুলিশ।
পরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, কম্পাস, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, এসএসডি, মোবাইল ফোন, পিকআপ গাড়িসহ মোট ৮৬ ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রের সদস্য হামিম হোসেন ওরফে ফাহিম ৫ জুন অস্ত্র-গুলিসহ নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার হন।
তিনি বলেন, খামারবাড়িটিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জাম স্থাপন এবং বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ অবৈধভাবে সংগ্রহ করে জমা রাখা হয়। গ্রেপ্তার পারভীন আক্তার তাঁর অন্য সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ নিতে আসা সদস্যদের বসবাসের সুযোগ তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় রান্নাবান্না করাসহ নারী প্রশিক্ষণার্থীদের সার্বিক বিষয় সমন্বয় করতেন।
এদিকে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার একজনের তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল সোমবার কক্সবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানান এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
গ্রেপ্তার ওই নারীর নাম পারভীন আক্তার (২৪)। তাঁর বাড়ি কক্সবাজার সদরের পূর্ব হামজার ডেল গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রায় তিন বছর আগে এজাহারভুক্ত আসামি মো. হামিম হোসেন ওরফে ফাহিম (৩২) নেত্রকোনার ভাসাপাড়া গ্রামে আড়াই একর জায়গার একটি খামারবাড়ি পাঁচ বছরের জন্য ভাড়া নেন। গত মাসের ৯ জুন খামারবাড়িটিতে মৎস্য খামার পরিচালনার আড়ালে আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ পায় পুলিশ।
পরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও তাজা গুলি, কম্পাস, ওয়াকিটকি সেট, হাতকড়া, ল্যাপটপ, এসএসডি, মোবাইল ফোন, পিকআপ গাড়িসহ মোট ৮৬ ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। চক্রের সদস্য হামিম হোসেন ওরফে ফাহিম ৫ জুন অস্ত্র-গুলিসহ নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার হন।
তিনি বলেন, খামারবাড়িটিতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সরঞ্জাম স্থাপন এবং বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ অবৈধভাবে সংগ্রহ করে জমা রাখা হয়। গ্রেপ্তার পারভীন আক্তার তাঁর অন্য সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ নিতে আসা সদস্যদের বসবাসের সুযোগ তৈরি করা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় রান্নাবান্না করাসহ নারী প্রশিক্ষণার্থীদের সার্বিক বিষয় সমন্বয় করতেন।
এদিকে আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি বোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেওয়া এটিইউ পুলিশ সুপার ছানোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, গত ৮ ও ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার একজনের তথ্যমতে গতকাল সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যে আজ রূপগঞ্জের বরপা আরিয়াবো এলাকায় চারতলা ওই বাড়িটি ঘিরে রাখা হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২২ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে