Ajker Patrika

গজারিয়া ধর্ম অবমাননার মামলায় যুবক গ্রেপ্তার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়া ধর্ম অবমাননার মামলায় যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ধর্ম অবমাননার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহিন পাঠান (৪৫)। গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি পোস্টে স্পর্শকাতর মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত বুধবার শাহিন পাঠান একটি পোস্ট করেন। তাঁর ওই পোস্টে আল্লাহপাক সম্পর্কে স্পর্শকাতর মন্তব্য ছিল। পোস্টটি দেখার পরে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি নিয়ে গজারিয়া উপজেলা শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইউনুস প্রধান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ শাহিন পাঠানকে গ্রেপ্তার করে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আরও জানান, তাঁকে আটকের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, তবে শাহিন পাঠান অনুতপ্ত না হয়ে তাঁর অবস্থানে অনড় থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ম অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টার বিষয়টি নিশ্চিত হতে পারেন তাঁরা। ধর্ম অবমাননার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইউনুস প্রধান বলেন, ‘তাঁর এই পোস্টের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টিকে ইস্যু বানিয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য আমি নিজে থানায় অভিযোগ করেছি, যাতে আইনের মাধ্যমে বিষয়টির সমাধান হয়।’ তিনি জানান, এরই মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।

এদিকে, শাহিন পাঠানের বিতর্কিত মন্তব্যের কারণে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। তবে শান্তি-শৃঙ্খলার কথা চিন্তা করে সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত