সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ইজিবাইক চোর চক্রের নারী সদস্য নূর নাহারকে আটক করেছে পুলিশ। এর আগে চুরি করে পালানোর সময় তাঁকে হাতেনাতে আটক করেন পথচারীরা।
আজ সোমবার দুপুরে তাঁকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইজিবাইকে বস্তা তুলে দেওয়ার কথা বলে চালককে ডেকে নিয়ে সুযোগ বুঝে ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করেন তাঁর এক পুরুষ সহযোগী। পরে জনতা ধাওয়া করলে ইজিবাইক রেখে পালিয়ে যান চালক আর ধরা পড়ে নূরনাহার।
গ্রেপ্তারকৃত মোছা. নূর নাহারের (২৫) বাড়ি ময়মনসিংহ সদর থানার আনন্দিপুর গ্রামে। তিনি গাজীপুরের বাসন এলাকায় ভাড়া থাকেন। এর আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
ভুক্তভোগী ইজিবাইকের চালক মাহবুব হাসান (১৭) নওগাঁ জেলার আত্রাই থানার শাহীন আলমের (৩৮) ছেলে। বর্তমানে আশুলিয়ার মোজার মিল এলাকায় ভাড়া থাকে। এ ঘটনায় মাহবুবের বাবা শাহীন আলম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শাহীন আলম বলেন, ‘মাত্র চার-পাঁচ দিন ধরে আমার ছেলে ভাড়া করে আরেকজনের ইজিবাইক চালায়। ওই নারীর সঙ্গে আরও একজন মহিলা ও দুজন পুরুষ ছিল। তারা জিরানী থেকে ইজিবাইক ভাড়া করে বলিভদ্র পর্যন্ত যাওয়া-আসার জন্য। মাঝপথে গাড়ি থামিয়ে আমার ছেলেকে দিয়ে বস্তা আনা-নেওয়া করতে চেয়েছিল, তখন আমার ছেলে গাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। পরে নূর নাহারের তিন সহযোগী মালামাল আনতে যায়। নূর নাহার ইজিবাইকেই বসে থাকে। ২০-২৫ মিনিট পরে তাদের মধ্যে দুজন বস্তা নিয়ে ফিরে আসে। পরে গাড়ি থেকে একটু দূরে বস্তা রেখে আমার ছেলেকে বলে গাড়িতে উঠিয়ে দিতে। আমার ছেলে বস্তা আনতে গেলেই নূর নাহারের আরেক সহযোগী গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ছেলে বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করে উঠলে আশপাশের পথচারীরা ধাওয়া করেন। চালক অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। আর নূর নাহার পালানোর চেষ্টা করলে ধরা পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে থানায় নিয়ে যায়।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, আসামিকে স্থানীয় জনতা হাতেনাতে আটকসহ ইজিবাইক উদ্ধার করেন। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় নূর নাহারকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাভারের আশুলিয়ায় ইজিবাইক চোর চক্রের নারী সদস্য নূর নাহারকে আটক করেছে পুলিশ। এর আগে চুরি করে পালানোর সময় তাঁকে হাতেনাতে আটক করেন পথচারীরা।
আজ সোমবার দুপুরে তাঁকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ইজিবাইকে বস্তা তুলে দেওয়ার কথা বলে চালককে ডেকে নিয়ে সুযোগ বুঝে ইজিবাইক চালিয়ে পালানোর চেষ্টা করেন তাঁর এক পুরুষ সহযোগী। পরে জনতা ধাওয়া করলে ইজিবাইক রেখে পালিয়ে যান চালক আর ধরা পড়ে নূরনাহার।
গ্রেপ্তারকৃত মোছা. নূর নাহারের (২৫) বাড়ি ময়মনসিংহ সদর থানার আনন্দিপুর গ্রামে। তিনি গাজীপুরের বাসন এলাকায় ভাড়া থাকেন। এর আগে পোশাক কারখানায় চাকরি করলেও বর্তমানে বেকার।
ভুক্তভোগী ইজিবাইকের চালক মাহবুব হাসান (১৭) নওগাঁ জেলার আত্রাই থানার শাহীন আলমের (৩৮) ছেলে। বর্তমানে আশুলিয়ার মোজার মিল এলাকায় ভাড়া থাকে। এ ঘটনায় মাহবুবের বাবা শাহীন আলম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
শাহীন আলম বলেন, ‘মাত্র চার-পাঁচ দিন ধরে আমার ছেলে ভাড়া করে আরেকজনের ইজিবাইক চালায়। ওই নারীর সঙ্গে আরও একজন মহিলা ও দুজন পুরুষ ছিল। তারা জিরানী থেকে ইজিবাইক ভাড়া করে বলিভদ্র পর্যন্ত যাওয়া-আসার জন্য। মাঝপথে গাড়ি থামিয়ে আমার ছেলেকে দিয়ে বস্তা আনা-নেওয়া করতে চেয়েছিল, তখন আমার ছেলে গাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। পরে নূর নাহারের তিন সহযোগী মালামাল আনতে যায়। নূর নাহার ইজিবাইকেই বসে থাকে। ২০-২৫ মিনিট পরে তাদের মধ্যে দুজন বস্তা নিয়ে ফিরে আসে। পরে গাড়ি থেকে একটু দূরে বস্তা রেখে আমার ছেলেকে বলে গাড়িতে উঠিয়ে দিতে। আমার ছেলে বস্তা আনতে গেলেই নূর নাহারের আরেক সহযোগী গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার ছেলে বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করে উঠলে আশপাশের পথচারীরা ধাওয়া করেন। চালক অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। আর নূর নাহার পালানোর চেষ্টা করলে ধরা পড়ে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামিকে থানায় নিয়ে যায়।’
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই সোহেল রানা বলেন, আসামিকে স্থানীয় জনতা হাতেনাতে আটকসহ ইজিবাইক উদ্ধার করেন। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় নূর নাহারকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর সঙ্গে কারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে