নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অসুস্থ মেয়েকে নিয়ে গাড়ির অপেক্ষা করছিলেন রাজধানীর মণিপুরি পাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। তিনি জানালেন, হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বের হওয়ার পর এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাননি। সিএনজি অন্য সময়ে ১২০ টাকায় গেলেও আজ ভাড়া চাচ্ছে ৪০০ টাকা। রিকশা ৭০ টাকার স্থলে ১৫০ টাকা। তিনি জানালেন, রাস্তায় বাস কম থাকায় রিকশা আর সিএনজিচালকেরা ডাকাতের মতো ভাড়া চান।
শুধু শাহবাগ নয়, এমন চিত্র পুরো ঢাকা শহরেই। ঈদের ছুটি শেষ হলেও এখনো প্রায় ফাঁকা রাজধানীর সড়কগুলো। হাতে গোনা কিছু গণপরিবহন চললেও এসব পরিবহনে সেবা নিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন সংকটের এ সুযোগে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে প্রতিটি সড়কই এখনো অনেকটাই ফাঁকা। ঢাকার কর্মজীবী মানুষের অধিকাংশই এখনো কর্মস্থলে না ফেরায় মূল সড়কসহ বিভিন্ন অলিগলিতেও মানুষের সংখ্যা হাতে গোনা। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। এমতাবস্থায় রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। কোথাও কোথাও দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে বলেও দাবি তাঁদের।
এদিকে, ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে সিএনজি ও রিকশাচালকেরা বলছেন, ঈদের সময় যাত্রী কম থাকায় ভাড়া একটু বেশি না নিলে সারা দিনের খরচ তোলা যায় না। সিএনজিচালক সোহাগ মিয়া বলেন, ‘ঈদের সময় এমনিতেই যাত্রী কম থাকে। কিন্তু মালিকদের জমা-খরচ আমাদের কাছ থেকে কম নিচ্ছেন না। ঈদে পরিবারকে সময় না দিয়ে আমরা রাস্তায় নেমে গাড়ি চালাচ্ছি তাই যাত্রীদের কাছ থেকে বিশ-পঞ্চাশ টাকা বেশি নিচ্ছি।’
যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া কেন চাওয়া হচ্ছে সে বিষয়ে কামরুল নামে এক রিকশাচালক বলেন, ‘পরিবার-পরিজন বাদ দিয়ে এখানে রিকশা চালাচ্ছি, বকশিশ হিসেবে কিছু টাকা বেশি চাই। যারা দেয় না তাদের তো জোর করতে পারি না।’

শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অসুস্থ মেয়েকে নিয়ে গাড়ির অপেক্ষা করছিলেন রাজধানীর মণিপুরি পাড়ার বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। তিনি জানালেন, হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বের হওয়ার পর এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো বাস পাননি। সিএনজি অন্য সময়ে ১২০ টাকায় গেলেও আজ ভাড়া চাচ্ছে ৪০০ টাকা। রিকশা ৭০ টাকার স্থলে ১৫০ টাকা। তিনি জানালেন, রাস্তায় বাস কম থাকায় রিকশা আর সিএনজিচালকেরা ডাকাতের মতো ভাড়া চান।
শুধু শাহবাগ নয়, এমন চিত্র পুরো ঢাকা শহরেই। ঈদের ছুটি শেষ হলেও এখনো প্রায় ফাঁকা রাজধানীর সড়কগুলো। হাতে গোনা কিছু গণপরিবহন চললেও এসব পরিবহনে সেবা নিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন সংকটের এ সুযোগে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।
শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখে গেছে প্রতিটি সড়কই এখনো অনেকটাই ফাঁকা। ঢাকার কর্মজীবী মানুষের অধিকাংশই এখনো কর্মস্থলে না ফেরায় মূল সড়কসহ বিভিন্ন অলিগলিতেও মানুষের সংখ্যা হাতে গোনা। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। এমতাবস্থায় রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের। কোথাও কোথাও দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে বলেও দাবি তাঁদের।
এদিকে, ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে সিএনজি ও রিকশাচালকেরা বলছেন, ঈদের সময় যাত্রী কম থাকায় ভাড়া একটু বেশি না নিলে সারা দিনের খরচ তোলা যায় না। সিএনজিচালক সোহাগ মিয়া বলেন, ‘ঈদের সময় এমনিতেই যাত্রী কম থাকে। কিন্তু মালিকদের জমা-খরচ আমাদের কাছ থেকে কম নিচ্ছেন না। ঈদে পরিবারকে সময় না দিয়ে আমরা রাস্তায় নেমে গাড়ি চালাচ্ছি তাই যাত্রীদের কাছ থেকে বিশ-পঞ্চাশ টাকা বেশি নিচ্ছি।’
যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া কেন চাওয়া হচ্ছে সে বিষয়ে কামরুল নামে এক রিকশাচালক বলেন, ‘পরিবার-পরিজন বাদ দিয়ে এখানে রিকশা চালাচ্ছি, বকশিশ হিসেবে কিছু টাকা বেশি চাই। যারা দেয় না তাদের তো জোর করতে পারি না।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে