নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।
হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।
সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।

রাজধানীর হাতিরঝিলে শনিবার সকালে একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে যায়। এরপর ওই গাড়ি থেকে ঝিলিক আলম (২৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিরঝিলের আমবাগান সড়কে ঘটা এ ঘটনায় চালকের আসনে বসা ঝিলিকের স্বামী সাদিক আলম অক্ষত রয়েছেন।
হাতিরঝিল থানার এসআই গোলাম কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আজ শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলে আমবাগান সড়কে সাদিক আলমের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। পুলিশ গাড়ির ভেতর থেকে ঝিলিক আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিলিককে উদ্ধারের সময় সাদিক আলম গাড়ির পাশেই দাঁড়ানো ছিলেন। তার বাম হাতের কিছু অংশ ঝলসে গেছে বলেও জানান গোলাম কুদ্দুস।
সাদিক আলম জানান, তাদের বাসা গুলশানে। তার স্ত্রী কয়েকদিন যাবত অসুস্থবোধ করছিলেন। শনিবার সকালে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী গাড়ির পেছনে বসা ছিলেন। কিন্তু হাতিরঝিলের রাস্তায় গাড়ির সামনের বাম চাকা পাংচার হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়ি ফুটপাতে উঠে যায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর শরীরের বিভিন্ন জায়গায় পুরাতন কালচে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনার মতো কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। ফলে সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়নি বলে ধারণা করছেন চিকিৎসকরা।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, গুলশান থানার মাধ্যমে দুই পরিবারকে হাতিরঝিল থানায় ডাকা হয়েছে। দুই পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কেও তদন্ত করবে পুলিশ।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
১২ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩৬ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে