আজকের পত্রিকা ডেস্ক

ঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জনকে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ৭টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৪টি এবং র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, এক দিনে গ্রেপ্তার ২৪৮ জনের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ৩টি ছুরি, ৪টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি লোহার শাবল, ১টি চাপাতি, ১টি দা ও ২টি লোহার রড উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। এক দিনে ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব আইনে মামলা করা হয়েছে।

ঢাকায় এক দিনে গ্রেপ্তার করা হয়েছে ২৪৮ জনকে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ৭টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৪টি এবং র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, এক দিনে গ্রেপ্তার ২৪৮ জনের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ জন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ৩টি ছুরি, ৪টি চাকু, ১টি প্লায়ার্স, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি লোহার শাবল, ১টি চাপাতি, ১টি দা ও ২টি লোহার রড উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪টি ইয়াবা। এক দিনে ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে স্ব স্ব আইনে মামলা করা হয়েছে।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে