উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে দুর্নীতি মামলার আসামি ও আবাসন ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আমিন মোহাম্মদ হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে বের হয়ে ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে রওনা হন। এ সময় ড্রাইভার জামাল উদ্দিনকে ফোনে অফিসে যাবেন জানিয়ে পনেরো মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি বাসায় কিংবা অফিসে কোথাও যাননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় শুক্রবার একটি নিখোঁজ জিডি করা হয়েছে। যার জিডি নম্বর-৫৮।
নিখোঁজ হওয়া আমিন মোহাম্মদ হিলালী হলেন, আশালয় হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার ছয় নম্বর আসামি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই। কারও সঙ্গে কোনো দ্বন্দ্বও নেই। শুধু মাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছাড়া। দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে, আমিন মোহাম্মদ হিলালীকে দুদক আটক বা গ্রেপ্তার করে নি। কিন্তু আমার ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না কেউ তাঁকে আটক বা গ্রেপ্তার করেছে। তাই কেউ আটক বা গ্রেপ্তার করে থাকলে লুকিয়ে না রেখে প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয় বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ মে চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০ মে আদালত তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন। ওই মামলায় গত জুনে চার ট্রাস্টিকে জেলহাজতে পাঠায় আদালত। আমিন মোহাম্মদ হিলালীও ওই মামলার ছয় নম্বর আসামি ছিলেন।

রাজধানীর উত্তরায় বাসা থেকে অফিসে যাওয়ার পথে দুর্নীতি মামলার আসামি ও আবাসন ব্যবসায়ী আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আমিন মোহাম্মদ হিলালীর ছোট ভাই রফিকুল ইসলাম হিলালী আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, তাঁর ভাই উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে বের হয়ে ১৩ নম্বর সেক্টরের অফিসের উদ্দেশে রওনা হন। এ সময় ড্রাইভার জামাল উদ্দিনকে ফোনে অফিসে যাবেন জানিয়ে পনেরো মিনিট পর যোগাযোগ করতে বলেন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি বাসায় কিংবা অফিসে কোথাও যাননি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় শুক্রবার একটি নিখোঁজ জিডি করা হয়েছে। যার জিডি নম্বর-৫৮।
নিখোঁজ হওয়া আমিন মোহাম্মদ হিলালী হলেন, আশালয় হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয়সংক্রান্ত দুদকের করা অর্থ আত্মসাৎ মামলার ছয় নম্বর আসামি।
রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আমাদের কোনো ব্যক্তিগত শত্রু নেই। কারও সঙ্গে কোনো দ্বন্দ্বও নেই। শুধু মাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছাড়া। দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে, আমিন মোহাম্মদ হিলালীকে দুদক আটক বা গ্রেপ্তার করে নি। কিন্তু আমার ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ না কেউ তাঁকে আটক বা গ্রেপ্তার করেছে। তাই কেউ আটক বা গ্রেপ্তার করে থাকলে লুকিয়ে না রেখে প্রকাশ্যে নিয়ে আসার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, ‘আমিন মোহাম্মদ হিলালী নিখোঁজের ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি ক্রয় বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে, তা আত্মসাৎ করার অভিযোগে গত ৫ মে চার ট্রাস্টিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০ মে আদালত তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন। ওই মামলায় গত জুনে চার ট্রাস্টিকে জেলহাজতে পাঠায় আদালত। আমিন মোহাম্মদ হিলালীও ওই মামলার ছয় নম্বর আসামি ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে