নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।

কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৩৯ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে