বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকায় তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ঢাকায় প্রথম ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় এখন ৬৭টি দেশে ১০০ টিরও বেশি টুর্নামেন্টে ৮ হাজারের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে।
কুর্মিটোলা গল্ফ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এই বছরের তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপের ১০৯টি টুর্নামেন্টের মধ্যে ১০৯ তম—যার বিজয়ীরা বছরের শেষে তুরস্কে গ্র্যান্ড ফাইনালে প্রতিযোগিতা করবে। বিশ্বব্যাপী ১০৯টি টুর্নামেন্ট থেকে বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে এবং তুরস্কের গল্ফ কোলের কোরিয়া সেলিব্রিটি রিসোর্ট এবং কোরিয়া গল্ফ ক্লাবে থাকার ও খেলার সুযোগ পাবে।
ঢাকার প্রতিনিধিত্ব করে, সেলিম আবেদন ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এবং মোহাম্মদ সাজিদুল ইসলাম রানার-আপ এবং লে. কর্নেল মো. আনোয়ার হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।
ক্লোজেস্ট টু দ্য পিন প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে বিজয়ী হন কর্নেল লিয়াকত আলী খান এবং মহিলাদের মধ্যে বিজয়ী হন মিসেস কুসুম ফরিদ। সর্বনিম্ন গ্রস স্কোর অর্জন করেন মিস শেরিন সুলতানা, যার স্কোর ছিল ৭৫।
ঢাকায় তুর্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে বলেন, ‘আমাদের সম্মানিত অতিথিদের সবাইকে ধন্যবাদ, যারা ঢাকায় তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপকে সফল করেছেন। এটি তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ সিরিজের আরেকটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট ছিল। আমাদের বিজয়ী সেলিম আবেদকে অভিনন্দন, আমরা তাকে তুরস্কে সফলতা কামনা করি।’
সকল তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ফাইনালিস্টরা তুর্কিশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের আরাম এবং বিলাসিতায় তুরস্কে উড়ে যাবেন।
তুর্কিশ এয়ারলাইনস অতীতের ইভেন্টে তুর্কিশ এয়ারলাইনস ওপেন এবং অ্যান্টালিয়াতে টিডব্লিউজিসিসহ আন্তর্জাতিক প্রিমিয়াম গন্তব্য হিসেবে গল্ফারদের জন্য অসাধারণ সুযোগ-সুবিধা প্রদান করে।
তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ২০২৪ কোরিয়া হোটেলস ও রিসোর্টস এবং রুক অ্যান্ড মাউল দ্বারা সমর্থিত।
তুর্কিশ এয়ারলাইনস
১৯৩৩ সালে পাঁচটি বিমানের বহর নিয়ে প্রতিষ্ঠিত স্টার এলায়েন্সের সদস্য তুর্কিশ এয়ারলাইনস বর্তমানে ১৩০টি দেশের ৩৪৯টি গন্তব্যে ৪৬২টি (যাত্রী ও কার্গো) বিমানের বহর নিয়ে ফ্লাইট পরিচালনা করে। তুর্কিশ এয়ারলাইনস সম্পর্কে আরও তথ্য এর অফিসিয়াল ওয়েবসাইট www.turkishairlines.com বা এর ফেসবুক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে পাওয়া যাবে।
স্টার এলায়েন্স
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এয়ারলাইন এলায়েন্স, স্টার এলায়েন্স নেটওয়ার্ক, বিশ্বব্যাপী স্বীকৃতি এবং সেবা প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর যাত্রা শুরুর পর থেকে এটি সর্বাধিক বিস্তৃত এয়ারলাইন নেটওয়ার্ক প্রদান করে আসছে, যা গ্রাহকদের জন্য সমগ্র এলায়েন্স যাত্রায় সেরা অভিজ্ঞতা প্রদান করে।
স্টার এলায়েন্সের সদস্য এয়ারলাইন্সগুলো হলো—এইজিয়ান এয়ারলাইনস, এয়ার কানাডা, এয়ার চায়না, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, এএনএ, এশিয়ানা এয়ারলাইনস, অস্ট্রিয়ান, আভিয়ানকা, ব্রাসেলস এয়ারলাইনস, কোপা এয়ারলাইনস, ক্রোয়েশিয়া এয়ারলাইনস, ইজিপ্টএয়ার, ইথিওপিয়ান এয়ারলাইনস, ইভা এয়ার, এলওটি পোলিশ এয়ারলাইনস, লুফথানসা, শেনজেন এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, সাউথ আফ্রিকান এয়ারওয়েজ, সুইস, ট্যাপ এয়ার পর্তুগাল, থাই, তুর্কিশ এয়ারলাইনস, এবং ইউনাইটেড।
বর্তমানে স্টার এলায়েন্স নেটওয়ার্ক প্রতিদিন ১৭ হাজার ৫০০টি ফ্লাইটে ১৮৯টি দেশের ১ হাজার ১৫০ টিরও বেশি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও স্টার এলায়েন্স কানেক্টিং পার্টনার জুনেয়াও এয়ারলাইনসের মাধ্যমে অতিরিক্ত কানেক্টিং ফ্লাইট সুবিধা প্রদান করে।

ঢাকায় তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ নভেম্বর) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্থানীয় উচ্চপদস্থ ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ঢাকায় প্রথম ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় এখন ৬৭টি দেশে ১০০ টিরও বেশি টুর্নামেন্টে ৮ হাজারের বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে।
কুর্মিটোলা গল্ফ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এই বছরের তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপের ১০৯টি টুর্নামেন্টের মধ্যে ১০৯ তম—যার বিজয়ীরা বছরের শেষে তুরস্কে গ্র্যান্ড ফাইনালে প্রতিযোগিতা করবে। বিশ্বব্যাপী ১০৯টি টুর্নামেন্ট থেকে বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে এবং তুরস্কের গল্ফ কোলের কোরিয়া সেলিব্রিটি রিসোর্ট এবং কোরিয়া গল্ফ ক্লাবে থাকার ও খেলার সুযোগ পাবে।
ঢাকার প্রতিনিধিত্ব করে, সেলিম আবেদন ৪৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এবং মোহাম্মদ সাজিদুল ইসলাম রানার-আপ এবং লে. কর্নেল মো. আনোয়ার হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।
ক্লোজেস্ট টু দ্য পিন প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে বিজয়ী হন কর্নেল লিয়াকত আলী খান এবং মহিলাদের মধ্যে বিজয়ী হন মিসেস কুসুম ফরিদ। সর্বনিম্ন গ্রস স্কোর অর্জন করেন মিস শেরিন সুলতানা, যার স্কোর ছিল ৭৫।
ঢাকায় তুর্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে বলেন, ‘আমাদের সম্মানিত অতিথিদের সবাইকে ধন্যবাদ, যারা ঢাকায় তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপকে সফল করেছেন। এটি তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ সিরিজের আরেকটি উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট ছিল। আমাদের বিজয়ী সেলিম আবেদকে অভিনন্দন, আমরা তাকে তুরস্কে সফলতা কামনা করি।’
সকল তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ফাইনালিস্টরা তুর্কিশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসের আরাম এবং বিলাসিতায় তুরস্কে উড়ে যাবেন।
তুর্কিশ এয়ারলাইনস অতীতের ইভেন্টে তুর্কিশ এয়ারলাইনস ওপেন এবং অ্যান্টালিয়াতে টিডব্লিউজিসিসহ আন্তর্জাতিক প্রিমিয়াম গন্তব্য হিসেবে গল্ফারদের জন্য অসাধারণ সুযোগ-সুবিধা প্রদান করে।
তুর্কিশ এয়ারলাইনস ওয়ার্ল্ড গল্ফ কাপ ২০২৪ কোরিয়া হোটেলস ও রিসোর্টস এবং রুক অ্যান্ড মাউল দ্বারা সমর্থিত।
তুর্কিশ এয়ারলাইনস
১৯৩৩ সালে পাঁচটি বিমানের বহর নিয়ে প্রতিষ্ঠিত স্টার এলায়েন্সের সদস্য তুর্কিশ এয়ারলাইনস বর্তমানে ১৩০টি দেশের ৩৪৯টি গন্তব্যে ৪৬২টি (যাত্রী ও কার্গো) বিমানের বহর নিয়ে ফ্লাইট পরিচালনা করে। তুর্কিশ এয়ারলাইনস সম্পর্কে আরও তথ্য এর অফিসিয়াল ওয়েবসাইট www.turkishairlines.com বা এর ফেসবুক, এক্স, ইউটিউব, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম সামাজিক মিডিয়া অ্যাকাউন্টে পাওয়া যাবে।
স্টার এলায়েন্স
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এয়ারলাইন এলায়েন্স, স্টার এলায়েন্স নেটওয়ার্ক, বিশ্বব্যাপী স্বীকৃতি এবং সেবা প্রদানে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর যাত্রা শুরুর পর থেকে এটি সর্বাধিক বিস্তৃত এয়ারলাইন নেটওয়ার্ক প্রদান করে আসছে, যা গ্রাহকদের জন্য সমগ্র এলায়েন্স যাত্রায় সেরা অভিজ্ঞতা প্রদান করে।
স্টার এলায়েন্সের সদস্য এয়ারলাইন্সগুলো হলো—এইজিয়ান এয়ারলাইনস, এয়ার কানাডা, এয়ার চায়না, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, এএনএ, এশিয়ানা এয়ারলাইনস, অস্ট্রিয়ান, আভিয়ানকা, ব্রাসেলস এয়ারলাইনস, কোপা এয়ারলাইনস, ক্রোয়েশিয়া এয়ারলাইনস, ইজিপ্টএয়ার, ইথিওপিয়ান এয়ারলাইনস, ইভা এয়ার, এলওটি পোলিশ এয়ারলাইনস, লুফথানসা, শেনজেন এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, সাউথ আফ্রিকান এয়ারওয়েজ, সুইস, ট্যাপ এয়ার পর্তুগাল, থাই, তুর্কিশ এয়ারলাইনস, এবং ইউনাইটেড।
বর্তমানে স্টার এলায়েন্স নেটওয়ার্ক প্রতিদিন ১৭ হাজার ৫০০টি ফ্লাইটে ১৮৯টি দেশের ১ হাজার ১৫০ টিরও বেশি বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। এছাড়াও স্টার এলায়েন্স কানেক্টিং পার্টনার জুনেয়াও এয়ারলাইনসের মাধ্যমে অতিরিক্ত কানেক্টিং ফ্লাইট সুবিধা প্রদান করে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৬ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে