Ajker Patrika

হাজারও দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন মীর-মালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২৩: ০৪
হাজারও দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন মীর-মালত

জাতীয় পর্যায়ের ফুটবলে দর্শক খরা থাকলেও গ্রামের চিত্র একেবারে ভিন্ন। দর্শকদের জায়গা দিতেই হিমশিম খেয়েছেন টুর্নামেন্টের আয়োজকেরা। তেমনই উপচে পড়া দর্শকের এক ফুটবল টুর্নামেন্ট শেষ হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

দীর্ঘ কয়েক বছর পর ঐতিহ্যবাহী মহিষ খোলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রগতী ফুটবল টুর্নামেন্ট’ কর্তৃক আয়োজিত ফাইনাল দেখার জন্য ভিড় জমায় হাজারও দর্শক। ফাইনালে একে অপরের মুখোমুখি হয় দুই ইউনিয়নের দুই দল মোক্তারের চরের নয়ান মাদবর কান্দি ও রাজনগরের রাজ খ্যাত মীর-মালত ফুটবল একাডেমি। ম্যাচে ৩-১ গোলে শিরোপা জিতেছে মীর-মালত।

খেলা দেখতে মাঠে হাজার দর্শক। সৌজন্য ছবি৭০ মিনিটের খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মীর-মালত। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেওয়ার পরিবর্তে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় নয়ন মাদবর কান্দি। তবে শেষ মুহূর্তে সান্ত্বনার এক গোল পায় ৪ জন নাইজেরিয়ান খেলোয়াড় নিয়ে একাদশ সাজানো দলটি। 

খেলায় উপস্থিত ছিল কয়েক হাজার দর্শক। এলাকার মাঠে তিল ধারনের জায়গা ছিল না। অনেক দর্শক বাধ্য হয়ে স্কুলের ছাদে, গাছের ওপরে বসেও খেলা দেখেছেন। দর্শকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে পরিচালনা কমিটির সদস্যদের। যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

কুমিল্লা-৪: শত চেষ্টার পরও ঋণখেলাপির জালেই আটকে গেলেন বিএনপির মঞ্জুরুল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত