নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদি হাসান সজীব (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।
নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত সে। ওই ছাত্রীকে আবার সাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
হাতাহাতির জের ধরে দুপুরে কয়েক যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর সাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়। একপর্যায়ে সাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে ইফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। প্রেমঘটিত বিষয়ে খুনের মতো ঘটনা লজ্জাজনক। যারা এ কাজ করেছে, আমরা প্রশাসনকে শক্ত হাতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘সজীবকে স্কুলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমঘটিত বিরোধের জেরে মেহেদি হাসান সজীব (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আরও তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।
নিহত সজীব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালীপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে রূপগঞ্জের বলাইখা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করত। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সজীব ভুলতা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত সে। ওই ছাত্রীকে আবার সাকিব হাসান নামে আরেক শিক্ষার্থী প্রেম নিবেদন করে আসছিল। এ নিয়ে সজীব ও সাকিবের বন্ধুদের মধ্যে বিরোধ দেখা দেয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
হাতাহাতির জের ধরে দুপুরে কয়েক যুবক সজীবকে স্কুলের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে সজীবের বন্ধুদের ওপর সাকিবের বন্ধুরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়। একপর্যায়ে সাকিবের বন্ধুরা কুপিয়ে হত্যা করে সজীবকে। আহত করে ইফতি, অনিক ও শিমুল নামে আরও তিনজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে স্কুলের অধ্যক্ষ আবদুল আউয়াল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। প্রেমঘটিত বিষয়ে খুনের মতো ঘটনা লজ্জাজনক। যারা এ কাজ করেছে, আমরা প্রশাসনকে শক্ত হাতে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘সজীবকে স্কুলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পেয়েছি। তাদের আটক করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৪ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে