অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’

১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার দুপুরে হাওরবেষ্টিত ইটনা সদরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এ সম্মেলনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মো. ওবায়দুর রহমান সেলিম সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১৮ বছর কোনো সম্মেলন হয়নি। অনেক নেতা ছাত্রত্ব হারিয়ে চলে গেছেন কর্মস্থল ও মূল দলে। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ছাত্রত্ব শেষ হওয়ার পর বিজয় রায়সহ তিনজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯ সেপ্টেম্বর ইটনা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা কার হলে, উপজেলার ৯টি ইউনিয়নে পদপ্রত্যাশী নেতারা সভা-সমাবেশ ও জনসংযোগ শুরু করেন। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা সদরে অতিথিদের স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার, পোস্টার, ফেস্টুনে সাজানো হয়েছে।
আসন্ন সম্মেলনে ছাত্রলীগে পদপ্রত্যাশী নেতারা জানান, ১৮ বছর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় বিকশিত হয়নি ছাত্রলীগ, সৃষ্টি হয়নি নতুন নেতৃত্ব। দীর্ঘদিনের চেষ্টায় সম্মেলন হচ্ছে। এতে সংগঠন প্রাণ ফিরে পাবে প্রত্যাশা তাঁদের।
উপজেলায় সভাপতি পদে রাকিবুল হাসান রোকেল, সম্রাট রিংকু ও তোফাজ্জল হোসেন। সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ মিঠুন, রিয়াদুল হাসান হৃদয়, আল আমিন হোসেন উজ্জল, দীপ্ত বণিক, সাদ্দাম হোসেন, শাহাদত হোসেন, রেজাউল করিম ও রিফাত সানি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইটনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিজয় রায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছি। এর আগে আরও দুজন ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ১৮ বছর সম্মেলন না হওয়ার ব্যর্থতা স্বীকার করছি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে পারব, এতে আমি গর্বিত ও আনন্দিত।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে