Ajker Patrika

বনানী থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০: ৪২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‎রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।

রাসেল সারোয়ার বলেন, ‘সোমবার সকালে খবর পেয়ে দুর্জয় শীল নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেনাবাহিনীর কর্পোরাল বলে জানতে পেরেছি। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

‎‎তিনি বলেন, ‘কীভাবে মারা গেলেন প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তির ঝুলন্ত দেহের ছবি ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে বলা হয়, দুর্জয় শীল রোববার রাতে ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আর্মি স্টেডিয়াম এলাকার গার্ড কমান্ডার হিসেবে ডিউটিতে নিয়োজিত ছিলেন। বনানী আর্মি স্টেডিয়ামের গার্ড রুমে সোমবার আনুমানিক সকাল ৬টা দিকে মামুন নামের এক সৈনিক দেখেন কর্পোরাল দুর্জয় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন।

‎‎তবে এই বিষয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত