নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্য আক্তারুজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে আক্তারুজ্জামানকে অব্যাহতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে কিশোরীর পক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের আইনজীবী বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
বদরুন নাহার বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত রয়েছে। তারপরও ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। হাইকোর্ট বিষয়টি দেখে বিচারিক আদালতের আদেশ স্থগিত করেছেন। আর বিচারিক আদালতের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে কিশোরীর মা নারাজি আবেদন করেছিলেন। যা খারিজ হয়। এখন নারাজী এবং অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।
গত ১৫ জুন নীলফামারী থেকে এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে আসে ধর্ষণের বিচার চাইতে। আদালতের কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই কিশোরী হঠাৎ করে সরাসরি এজলাসের ডায়াসের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সে নিজের আরজি জানায় এই বলে, ‘আমরা গরিব মানুষ। টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’
পরে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?’ তখন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার উঠে দাঁড়ান। তাঁকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন হাইকোর্ট।

কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিজিবি সদস্য আক্তারুজ্জামানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে আক্তারুজ্জামানকে অব্যাহতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত।
আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি সাহেদ নুর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে কিশোরীর পক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের আইনজীবী বদরুন নাহার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
বদরুন নাহার বলেন, মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত রয়েছে। তারপরও ফাইনাল রিপোর্ট দেওয়া হয়। হাইকোর্ট বিষয়টি দেখে বিচারিক আদালতের আদেশ স্থগিত করেছেন। আর বিচারিক আদালতের ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে কিশোরীর মা নারাজি আবেদন করেছিলেন। যা খারিজ হয়। এখন নারাজী এবং অব্যাহতির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়েছে।
গত ১৫ জুন নীলফামারী থেকে এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে আসে ধর্ষণের বিচার চাইতে। আদালতের কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই কিশোরী হঠাৎ করে সরাসরি এজলাসের ডায়াসের সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে সে নিজের আরজি জানায় এই বলে, ‘আমরা গরিব মানুষ। টাকা পয়সা নাই। আমি ধর্ষণের শিকার, আমি বিচার চাই।’
পরে আদালত উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এখানে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন?’ তখন লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বদরুন নাহার উঠে দাঁড়ান। তাঁকে ওই কিশোরীর মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলেন হাইকোর্ট।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১৪ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৪ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে