ঢাবি প্রতিনিধি

আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রম মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী লিখিত এবং মানসী কায়েস ও ফারাহ নাজ অনূদিত ‘DR. ALIM: A MARTYR OF 1971’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা। তার ওপরে ভিত্তি করে যেন আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধবের পাশাপাশি মানবিক সৃজনশীল মানুষ হয়। বাংলাদেশ যে চেতনা নিয়ে তৈরি হয়েছিল সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা যেন ধারণ করে শিক্ষার্থীরা বড় হতে পারে তার উপযোগী করেই নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।’
দীপু মনি আরও বলেন, ‘আমরা ৭২ এর সংবিধানের কাছাকাছি বর্তমানে যতটুকু যেতে পেরেছি তার থেকেও এখনো অনেক দূর যাওয়ার বাকি আছে। এখনো পাকিস্তানি মনমানসিকতার মানুষ আমাদের চারদিকে রয়েছে তাই সার্বিক শুদ্ধতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের।’
অনুষ্ঠানের মূল বক্তা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সাইদ মোদাচ্ছের আলী বলেন, ‘আমাদের পরিবারে আমরা ঠিকমতো মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি না। আমরা যদি মুক্তিযুদ্ধকে ধরে রাখতে চাই তাহলে ইংরেজিতে বই লিখে দেশে এবং বিদেশে প্রচার করতে হবে।’
যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতরা যেসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল সেসব সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শ্যামলী নাসরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল প্রমুখ।

আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রম মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল হল মিলনায়তনে শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী লিখিত এবং মানসী কায়েস ও ফারাহ নাজ অনূদিত ‘DR. ALIM: A MARTYR OF 1971’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের নতুন শিক্ষাক্রমের মূল ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা। তার ওপরে ভিত্তি করে যেন আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধবের পাশাপাশি মানবিক সৃজনশীল মানুষ হয়। বাংলাদেশ যে চেতনা নিয়ে তৈরি হয়েছিল সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা যেন ধারণ করে শিক্ষার্থীরা বড় হতে পারে তার উপযোগী করেই নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।’
দীপু মনি আরও বলেন, ‘আমরা ৭২ এর সংবিধানের কাছাকাছি বর্তমানে যতটুকু যেতে পেরেছি তার থেকেও এখনো অনেক দূর যাওয়ার বাকি আছে। এখনো পাকিস্তানি মনমানসিকতার মানুষ আমাদের চারদিকে রয়েছে তাই সার্বিক শুদ্ধতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের।’
অনুষ্ঠানের মূল বক্তা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সাইদ মোদাচ্ছের আলী বলেন, ‘আমাদের পরিবারে আমরা ঠিকমতো মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি না। আমরা যদি মুক্তিযুদ্ধকে ধরে রাখতে চাই তাহলে ইংরেজিতে বই লিখে দেশে এবং বিদেশে প্রচার করতে হবে।’
যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতরা যেসব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল সেসব সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শ্যামলী নাসরীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল প্রমুখ।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৭ মিনিট আগে
পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদেরকে অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
১ ঘণ্টা আগে