ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।

ফরিদপুরে মাদক মামলায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত শেখ আজম (৪০) নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় করাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহ জেলায় ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে কর্মরত থাকাকালীন ফেনসিডিলসহ মধুখালী থানা–পুলিশের হাতে গ্রেপ্তার হন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বর্তমানে সিলেট জেলা পুলিশে সংযুক্ত ছিলেন। রায় ঘোষণার দিন তিনি সিলেট থেকে এসে আদালতে হাজির হন।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ফরিদপুরের মধুখালী ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। সে সময় মজিবুর মোল্লা নামে এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল থাকা দুই ব্যক্তিকে ধাওয়া করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা বক্স থেকে ফেনসিডিল ছড়িয়ে পড়ে।
এ সময় শেখ আজমকে আটক করে স্থানীয়রা। ওই মোটরসাইকেল সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। পরে মধুখালী থানা–পুলিশ এসে মোটরসাইকেলের বক্স থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করে থানায় নিয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, তিনি ঝিনাইদহ জেলার ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তা আজম শেখ চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা প্রায়ই যাতায়াত করতেন এবং মাদক কারবার করতেন।
এ ঘটনার পর মধুখালী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ৭ মে মধুখালী থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(খ) ধারায় আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ এ রায় ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর আসামি নুর আলমকে খালাস প্রদান করেন আদালত।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে