Ajker Patrika

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও তাঁর স্ত্রীর নামে দুদকের মামলা
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এবং তাঁর স্ত্রী ঊষা রাণী চন্দের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আজ খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান বাদী হয়ে মামলা দুটি করেন। একটি মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য থাকাকালে দুর্নীতির মাধ্যমে এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করেছেন।

ঊষা রাণী চন্দকে প্রধান আসামি করে করা অপর মামলার এজাহারে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করেছেন। এই মামলায় নারায়ণ চন্দ্র চন্দকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত