সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মিথ্যা অপবাদে মারধরের ঘটনায় বিচার না পেয়ে বিলকিস বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন।
গতকাল শনিবার রাতে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাড় তিল্লী গ্রামে। বিলকিস বেগম তিল্লী ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের আব্দুল বারেকের ছেলে আজম মিয়ার স্ত্রী। প্রায় দেড় মাস আগে থেকে বিদেশে রয়েছেন মৃতের স্বামী আজম মিয়া।
মৃত বিলকিসের বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে হত্যার প্ররোচনায় মামলা করেছেন। গতকাল রাতেই পুলিশ জিন্নাত আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বালুর চর গ্রামের দিনমজুর আফাজ উদ্দিনের মেয়ে বিলকিস বেগম। প্রায় পনেরো বছর আগে তিল্লী ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের আব্দুল বারেকের ছেলে আজম মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই দম্পতির ১০ ও ৮ বছর বয়সী দুটি মেয়ে সন্তান রয়েছে। দেড় মাস আগে সামান্য জমি বিক্রি করে আজম মিয়া চাকরি নিয়ে বিদেশে চলে যায়। বিলকিস বেগম দুই মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন।
বিলকিস বেগমের বাবা আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিল্লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বারেক মোল্লার ছেলে সুমনের সঙ্গে বিলকিসের পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগ তোলা হয়। গত সোমবার এই অভিযোগে বারেক মোল্লা ও তার পরিবারের সদস্যরা বিলকিসকে বেদম মারপিট করে। গুরুতর অসুস্থ বিলকিসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বিচার চাওয়া হয়। গত শুক্রবার ছিল বিচারের দিন। কিন্তু চেয়ারম্যান বিচারের দিন পরিবর্তন করে। এতে ক্ষোভে–দুঃখে রাতে বিলকিস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।’
এ ব্যাপারে ইউপি সদস্য বারেক মোল্লার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর থেকে বারেক মোল্লার পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপন করছেন।
এ ব্যাপারে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকালে ওই গৃহবধূকে মারপিটের ঘটনায় সালিসে বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু ভুক্তভোগী গৃহবধূর শ্বশুর আব্দুল বারেক সালিসি বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেন। পরে আমি ওই গৃহবধূকে আদালতের আশ্রয় নেওয়ার জন্য বলি। পরে জানতে পারি শুক্রবার রাতে ওই গৃহবধূ মারা গেছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য বিলকিস বেগমের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

মানিকগঞ্জের সাটুরিয়ায় মিথ্যা অপবাদে মারধরের ঘটনায় বিচার না পেয়ে বিলকিস বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন।
গতকাল শনিবার রাতে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাড় তিল্লী গ্রামে। বিলকিস বেগম তিল্লী ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের আব্দুল বারেকের ছেলে আজম মিয়ার স্ত্রী। প্রায় দেড় মাস আগে থেকে বিদেশে রয়েছেন মৃতের স্বামী আজম মিয়া।
মৃত বিলকিসের বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে হত্যার প্ররোচনায় মামলা করেছেন। গতকাল রাতেই পুলিশ জিন্নাত আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।
পুলিশ ও স্থানীয়রা বলছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের বালুর চর গ্রামের দিনমজুর আফাজ উদ্দিনের মেয়ে বিলকিস বেগম। প্রায় পনেরো বছর আগে তিল্লী ইউনিয়নের পাড় তিল্লী গ্রামের আব্দুল বারেকের ছেলে আজম মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই দম্পতির ১০ ও ৮ বছর বয়সী দুটি মেয়ে সন্তান রয়েছে। দেড় মাস আগে সামান্য জমি বিক্রি করে আজম মিয়া চাকরি নিয়ে বিদেশে চলে যায়। বিলকিস বেগম দুই মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন।
বিলকিস বেগমের বাবা আফাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিল্লী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বারেক মোল্লার ছেলে সুমনের সঙ্গে বিলকিসের পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগ তোলা হয়। গত সোমবার এই অভিযোগে বারেক মোল্লা ও তার পরিবারের সদস্যরা বিলকিসকে বেদম মারপিট করে। গুরুতর অসুস্থ বিলকিসকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যানের কাছে বিচার চাওয়া হয়। গত শুক্রবার ছিল বিচারের দিন। কিন্তু চেয়ারম্যান বিচারের দিন পরিবর্তন করে। এতে ক্ষোভে–দুঃখে রাতে বিলকিস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।’
এ ব্যাপারে ইউপি সদস্য বারেক মোল্লার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর থেকে বারেক মোল্লার পরিবারের সবাই বাড়ি ছেড়ে আত্মগোপন করছেন।
এ ব্যাপারে তিল্লী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকালে ওই গৃহবধূকে মারপিটের ঘটনায় সালিসে বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু ভুক্তভোগী গৃহবধূর শ্বশুর আব্দুল বারেক সালিসি বৈঠকে বসতে অপারগতা প্রকাশ করেন। পরে আমি ওই গৃহবধূকে আদালতের আশ্রয় নেওয়ার জন্য বলি। পরে জানতে পারি শুক্রবার রাতে ওই গৃহবধূ মারা গেছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য বিলকিস বেগমের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৮ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩১ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে