গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির সময় ১৯ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রি চেষ্টায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লির প্রধান ফটক থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রফিক সরদার (৩৪)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীরপাড়া গ্রামের উম্বার সরদারের ছেলে। এ সময় এই কাজের প্রধান সহযোগী মজিবর কসাই (৫০) কৌশলে পালিয়ে যায়। মজিবর কসাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুরিয়া বাস্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ওই তরুণী বলেন, তাঁর বাড়ি মাগুরা জেলায়। তাঁর নানা গরু কেনা-বেচার ব্যবসা করেন। ব্যবসার কারণে পলাতক মজিবর কসাই তাঁর নানা বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মজিবরের সঙ্গে তাঁর পরিচয়। মাগুরায় মনিকা বিউটি পারলারে কাজ করতেন তিনি। মজিবর কসাই তাঁর কাছে তাঁর বেতন জানতে চান। মাসে ৭ হাজার টাকা বেতনের কথা জানানোর পর মজিবর কসাই তাঁর ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেবেন তাঁর নানাকে প্রস্তাব দেন। পরে এ কথায় তিনি ও তাঁর নানা রাজি হন।
পরে গত রোববার তিনি তাঁর নানার সঙ্গে টাঙ্গাইল তাঁর খালার বাড়িতে রওনা হয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। এ সময় মজিবর কসাই তাঁদের রফিক সরদারের সঙ্গে পরিচয় করিয়ে জানান, রফিক তাঁর ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। এরপর গতকাল রফিক সরদার তাঁদের ফোনে জানায়, ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, সেই সঙ্গে বাসাও ঠিক করা হয়েছে। তাঁরা যেন দ্রুত দৌলতদিয়ায় চলে আসেন। তাঁরা রফিকের কথায় বিশ্বাস করে সেদিনই বিকেল ৫টার দিকে দৌলতদিয়ায় চলে আসেন।
দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় তাঁর নানা পাশে একটি দোকানে গেলে রফিক তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির প্রধান গেটে নিয়ে যান। এ সময় তিনি তাঁর নানার জন্য অপেক্ষা করতে বললে রফিক তাঁকে বলেন, ‘তোমার নানা বাসা চেনেন, উনি চলে আসবেন। অসুবিধা নেই ওখানে তোমার মত আরও অনেক মেয়ে আছে।’ তাঁকে যৌনপল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তিনি ভেতরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে জোরপূর্বক যৌনপল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করতে শুরু করেন। পরে স্থানীয়রাসহ বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মীরা এগিয়ে এসে থানা-পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই তরুণীকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।’

বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির সময় ১৯ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বিক্রি চেষ্টায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লির প্রধান ফটক থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রফিক সরদার (৩৪)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীরপাড়া গ্রামের উম্বার সরদারের ছেলে। এ সময় এই কাজের প্রধান সহযোগী মজিবর কসাই (৫০) কৌশলে পালিয়ে যায়। মজিবর কসাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাদুরিয়া বাস্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ওই তরুণী বলেন, তাঁর বাড়ি মাগুরা জেলায়। তাঁর নানা গরু কেনা-বেচার ব্যবসা করেন। ব্যবসার কারণে পলাতক মজিবর কসাই তাঁর নানা বাড়িতে যাতায়াত করতেন। সেখানে মজিবরের সঙ্গে তাঁর পরিচয়। মাগুরায় মনিকা বিউটি পারলারে কাজ করতেন তিনি। মজিবর কসাই তাঁর কাছে তাঁর বেতন জানতে চান। মাসে ৭ হাজার টাকা বেতনের কথা জানানোর পর মজিবর কসাই তাঁর ভালো বেতনে চাকরির ব্যবস্থা করে দেবেন তাঁর নানাকে প্রস্তাব দেন। পরে এ কথায় তিনি ও তাঁর নানা রাজি হন।
পরে গত রোববার তিনি তাঁর নানার সঙ্গে টাঙ্গাইল তাঁর খালার বাড়িতে রওনা হয়ে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। এ সময় মজিবর কসাই তাঁদের রফিক সরদারের সঙ্গে পরিচয় করিয়ে জানান, রফিক তাঁর ভালো চাকরির ব্যবস্থা করে দেবেন। এরপর গতকাল রফিক সরদার তাঁদের ফোনে জানায়, ভালো চাকরির ব্যবস্থা হয়েছে, সেই সঙ্গে বাসাও ঠিক করা হয়েছে। তাঁরা যেন দ্রুত দৌলতদিয়ায় চলে আসেন। তাঁরা রফিকের কথায় বিশ্বাস করে সেদিনই বিকেল ৫টার দিকে দৌলতদিয়ায় চলে আসেন।
দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় তাঁর নানা পাশে একটি দোকানে গেলে রফিক তাঁকে দৌলতদিয়া যৌনপল্লির প্রধান গেটে নিয়ে যান। এ সময় তিনি তাঁর নানার জন্য অপেক্ষা করতে বললে রফিক তাঁকে বলেন, ‘তোমার নানা বাসা চেনেন, উনি চলে আসবেন। অসুবিধা নেই ওখানে তোমার মত আরও অনেক মেয়ে আছে।’ তাঁকে যৌনপল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তিনি ভেতরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে জোরপূর্বক যৌনপল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করতে শুরু করেন। পরে স্থানীয়রাসহ বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির কর্মীরা এগিয়ে এসে থানা-পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ওই তরুণীকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।’

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে উল্টে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগে
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
১ ঘণ্টা আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে