Ajker Patrika

নিখোঁজের ১৬ দিন পর মিলল মৎস্যচাষির অর্ধগলিত লাশ

মাদারীপুর প্রতিনিধি
নিহত মৎস্যচাষি সালাম ফকির। ছবি: সংগৃহীত
নিহত মৎস্যচাষি সালাম ফকির। ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের ১৬ দিন পর পাটখেত থেকে মৎস্যচাষি সালাম ফকিরের (৬৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সালাম ফকির একই উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামের ছয়জউদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, গত ২৯ মে সকালে মাছ ধরার জন্য সালাম ফকির বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে হারানো বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

নিখোঁজের ১৬ দিন পর স্থানীয়রা আজ দুপুরে নিজ বাড়ির পেছনে পাটখেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে নিহতের ছেলে সুমন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবার মৃত্যু কীভাবে হয়েছে বলতে পারছি না। বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য পুলিশের সহযোগিতা চাই।’

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত