আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।

রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৪ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৮ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে