আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।

রাজধানীর পল্লবীতে পরকীয়ার বলি হয়েছে ছয় মাসের শিশু আমেনা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পল্লবী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুর মা ফাতেমা বেগম (২৫) এবং তাঁর পরকীয়া প্রেমিক মো. জাফর (৩৬)।
আজ শনিবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ৬ ডিসেম্বর বিকেলে দিয়াবাড়ি থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্লবী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। মামলাটি তদন্তের একপর্যায়ে শিশুর পরিচয় শনাক্ত হয়। জানা যায়, শিশুর নাম আমেনা। বয়স ৬ মাস। পরে শিশুটির মা মোসা. ফাতেমা বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, জাফর নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের কারণে শিশুটিকে হত্যা করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই জাফরকে গ্রেপ্তার করে পল্লবী থানা-পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানা-পুলিশ জানায়, জাফর একটি গার্মেন্টসে কাজ করেন। শিশুটির মা ফাতেমা আগে ওই গার্মেন্টসে কাজ করার সুবাদে জাফরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের প্রয়োজনে বাসার বাইরে গেলে জাফরের সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান ফাতেমা।
গত ৫ ডিসেম্বর রাতে জাফর ফাতেমার বাসায় যান। তখন শিশুটির কান্নাকাটির কারণে তাঁদের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এ সময় শিশুটিকে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অবচেতন করা হয়। পরে বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
এরপর শিশুটির মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে শপিং ব্যাগে করে নিয়ে জাফর দিয়াবাড়িতে ফেলে আসেন।
হত্যার বিষয়ে ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর গ্রেপ্তার জাফর ৬ দিনের রিমান্ডে পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানায় থানা-পুলিশ।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
১ ঘণ্টা আগে