রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। প্রচণ্ড শীতে দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক রুস্তম শেখ বলেন, রাত ৩টার দিকে ফেরিঘাটে এসে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। কখন যে ফেরি চলবে আল্লাহ জানেন।
আরেক ট্রাকচালক সবুজ মিয়া বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসে দেখি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম ফেরি চলছে কি না। সে বলল বন্ধ আছে। তখন থেকে গাড়িতে বসে আছি। মাঝেমধ্যে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটিও করেছি।’
হানিফ পরিবহনের যাত্রী শেখ রাজিব বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোর থেকে ফেরি পার হওয়ার জন্য বসে আছি। প্রচণ্ড শীতে কষ্ট হচ্ছে। কিন্তু কী করার আছে, কুয়াশায় তো ফেরি চলতে পারে না। তাই বসে আছি।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘন কুয়াশায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকালে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। প্রচণ্ড শীতে দীর্ঘ সময় ফেরি পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
ঝিনাইদহ থেকে আসা ট্রাকচালক রুস্তম শেখ বলেন, রাত ৩টার দিকে ফেরিঘাটে এসে বসে আছি। শীতের মধ্যে কষ্ট হচ্ছে। কখন যে ফেরি চলবে আল্লাহ জানেন।
আরেক ট্রাকচালক সবুজ মিয়া বলেন, ‘বেনাপোল থেকে রাত ২টার সময় ঘাটে এসে দেখি কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম ফেরি চলছে কি না। সে বলল বন্ধ আছে। তখন থেকে গাড়িতে বসে আছি। মাঝেমধ্যে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটিও করেছি।’
হানিফ পরিবহনের যাত্রী শেখ রাজিব বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোর থেকে ফেরি পার হওয়ার জন্য বসে আছি। প্রচণ্ড শীতে কষ্ট হচ্ছে। কিন্তু কী করার আছে, কুয়াশায় তো ফেরি চলতে পারে না। তাই বসে আছি।’
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে