আজকের পত্রিকা ডেস্ক

টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। আজ রোববার বিকেলে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে মো. শাহীন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি নিজেও একজন ভুক্তভোগী বলে জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে আসা শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ৭ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয়। পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের ফলে সহস্রাধিক শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
শ্রমিকেরা অভিযোগ করে বলেন, এর আগেও মালিকপক্ষ কাজ করানোর পর নিয়মিত বেতন দেয়নি। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
শ্রমিকদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অধ্যাপক ডা. হারুন উর রশীদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক শাহজালাল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি শাহজাহান সিরাজ।
সংহতি জানিয়ে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য ছাত্র-জনতা অভ্যুত্থান গড়ে তুলেছে। তাহলে ৫ আগস্টের পরও কারখানাগুলোতে শ্রমিকদের বেতন দিতে বৈষম্য কেন? বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এমনকি তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে। এই কারখানাতেও শ্রমিকদের বেতন না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, পুরো মাস কাজ করার পরও শ্রমিকেরা যদি বেতন না পান, তাহলে তাঁরা কীভাবে চলবেন? দোকানগুলো শ্রমিকদের বাকিতে জিনিস দেয় না, বাজারে তাঁরা বঞ্চিত হন, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেন। শ্রমিকদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। তাঁরা সরকারের কাছে আহ্বান জানান, যথাসময়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানাগুলো পুনরায় চালু ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক।

টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকেরা। আজ রোববার বিকেলে আন্দোলনরত শ্রমিকদের পক্ষে মো. শাহীন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি নিজেও একজন ভুক্তভোগী বলে জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে আসা শ্রমিকেরা জানান, মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ৭ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয়। পরবর্তী সময়ে ৮ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের ফলে সহস্রাধিক শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মুখে পড়েছেন।
শ্রমিকেরা অভিযোগ করে বলেন, এর আগেও মালিকপক্ষ কাজ করানোর পর নিয়মিত বেতন দেয়নি। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
শ্রমিকদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অধ্যাপক ডা. হারুন উর রশীদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস শহীদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অর্থ সম্পাদক শাহজালাল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক বিপুল কুমার দাস, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি শাহজাহান সিরাজ।
সংহতি জানিয়ে নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য ছাত্র-জনতা অভ্যুত্থান গড়ে তুলেছে। তাহলে ৫ আগস্টের পরও কারখানাগুলোতে শ্রমিকদের বেতন দিতে বৈষম্য কেন? বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন না দিয়ে অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, এমনকি তাঁদের নামে মামলা দেওয়া হচ্ছে। এই কারখানাতেও শ্রমিকদের বেতন না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, পুরো মাস কাজ করার পরও শ্রমিকেরা যদি বেতন না পান, তাহলে তাঁরা কীভাবে চলবেন? দোকানগুলো শ্রমিকদের বাকিতে জিনিস দেয় না, বাজারে তাঁরা বঞ্চিত হন, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেন। শ্রমিকদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। তাঁরা সরকারের কাছে আহ্বান জানান, যথাসময়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানাগুলো পুনরায় চালু ও সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে