নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আয়নাঘরে’ বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে—‘আয়না ঘর-আয়না ঘর, গুঁড়িয়ে গুঁড়িয়ে দাও’; ‘আমাদের দাবি-আমাদের দাবি, মানতে হবে’; ‘মুক্তি চাই-মুক্তি, বন্দীদের মুক্তি দিতে হবে।’
মানববন্ধনে অংশ নিয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দা মুজাহিদুল ইসলাম। ২০১৩ সালে বাড়ির পাশে চা দোকান থেকে তাঁর বাবা বেল্লাল হোসেনকে র্যাব-১১ তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন তিনি। তবে র্যাব এখনো তা স্বীকার করেনি।
মুজাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা কি আদৌ বেঁচে আছেন কি না, আমরা সেই তথ্য জানতে চাই। আজ পর্যন্ত যাদের গুম করা হয়েছে, তাদের ফিরিয়ে দিতে হবে।’
আয়না ঘর একটি বর্বরতার চিহ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আলো বাতাস ছাড়া একটি রুমে মানুষকে বন্দী না করে মেরে ফেলাই ভালো। তবে স্বজনেরা যে মারা গেছেন, সেটাও যেন জানানো হয়।’
কক্সবাজারের বাসিন্দা সাজেদুল কবির সাজেল। তাঁর মা রেজিয়া বেগম রেভী ও ১২ বছরের বোন আফসানা নুরী আলিয়া ২০১৫ সালে নিখোঁজ হন। তার দাবি-মা ও বোনকে তুলে নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোনকে ছেড়ে দেওয়া হলেও এখনো নিখোঁজ রয়েছেন তাঁর মা। তার মা একজন বিমা কর্মী ছিলেন।
সাজেদুল কবির সাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা একজন বিমা কর্মী ছিলেন। তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কক্সবাজার বাজার সার্ভিস সেন্টারে কাজ করতেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে গাবতলি শ্যামলী পরিবহন কাউন্টার থেকে আমার মা ও আমার বোনকে তুলে নেওয়া হয়। আমার বোনকে ফিরে ফেলেও মাকে পাইনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি মাকে ফেরত চাই।’

‘আয়নাঘরে’ বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে—‘আয়না ঘর-আয়না ঘর, গুঁড়িয়ে গুঁড়িয়ে দাও’; ‘আমাদের দাবি-আমাদের দাবি, মানতে হবে’; ‘মুক্তি চাই-মুক্তি, বন্দীদের মুক্তি দিতে হবে।’
মানববন্ধনে অংশ নিয়েছেন লক্ষ্মীপুরের বাসিন্দা মুজাহিদুল ইসলাম। ২০১৩ সালে বাড়ির পাশে চা দোকান থেকে তাঁর বাবা বেল্লাল হোসেনকে র্যাব-১১ তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন তিনি। তবে র্যাব এখনো তা স্বীকার করেনি।
মুজাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা কি আদৌ বেঁচে আছেন কি না, আমরা সেই তথ্য জানতে চাই। আজ পর্যন্ত যাদের গুম করা হয়েছে, তাদের ফিরিয়ে দিতে হবে।’
আয়না ঘর একটি বর্বরতার চিহ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আলো বাতাস ছাড়া একটি রুমে মানুষকে বন্দী না করে মেরে ফেলাই ভালো। তবে স্বজনেরা যে মারা গেছেন, সেটাও যেন জানানো হয়।’
কক্সবাজারের বাসিন্দা সাজেদুল কবির সাজেল। তাঁর মা রেজিয়া বেগম রেভী ও ১২ বছরের বোন আফসানা নুরী আলিয়া ২০১৫ সালে নিখোঁজ হন। তার দাবি-মা ও বোনকে তুলে নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। পরে বোনকে ছেড়ে দেওয়া হলেও এখনো নিখোঁজ রয়েছেন তাঁর মা। তার মা একজন বিমা কর্মী ছিলেন।
সাজেদুল কবির সাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা একজন বিমা কর্মী ছিলেন। তিনি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কক্সবাজার বাজার সার্ভিস সেন্টারে কাজ করতেন। ২০১৫ সালের ২২ সেপ্টেম্বরে গাবতলি শ্যামলী পরিবহন কাউন্টার থেকে আমার মা ও আমার বোনকে তুলে নেওয়া হয়। আমার বোনকে ফিরে ফেলেও মাকে পাইনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি মাকে ফেরত চাই।’

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩১ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে