ঢামেক প্রতিবেদক

রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।

রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।

কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন...
১২ মিনিট আগে
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২ ঘণ্টা আগে