আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর গুলিস্তানে রাস্তায় ভ্যানে করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন হকারেরা। এসব ভ্যান বা গাড়িগুলো পুলিশের অভিযানের সময় লুকিয়ে রাখেন তারা। সেসব লুকিয়ে রাখা ভ্যান বা গাড়ির উদ্ধারে গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫ শতাধিক ভ্যান জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, ‘গুলিস্তানে আমরা দিনে ৪ বার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই-অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখেন। অভিযানকারী দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজমুল বলেন, ‘আমরা যখন রাস্তায় অভিযান চালাই, তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়। তখন আমরা তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে, সে বিষয়ে আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না। তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন, সেই টিকিট আমরা দেখেছি।’
অভিযানে ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, লক্কড়-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিল।’
তিনি আরও বলেন, ‘এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।’
রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে, জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিয়মিত অভিযান করছি। আজ বিশেষ অভিযান চালিয়েছি। রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচ শত গাড়ি জব্দ করা হয়।’

রাজধানীর গুলিস্তানে রাস্তায় ভ্যানে করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন হকারেরা। এসব ভ্যান বা গাড়িগুলো পুলিশের অভিযানের সময় লুকিয়ে রাখেন তারা। সেসব লুকিয়ে রাখা ভ্যান বা গাড়ির উদ্ধারে গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫ শতাধিক ভ্যান জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, ‘গুলিস্তানে আমরা দিনে ৪ বার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই-অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখেন। অভিযানকারী দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।’
আরেক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজমুল বলেন, ‘আমরা যখন রাস্তায় অভিযান চালাই, তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়। তখন আমরা তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে, সে বিষয়ে আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না। তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন, সেই টিকিট আমরা দেখেছি।’
অভিযানে ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, লক্কড়-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিল।’
তিনি আরও বলেন, ‘এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।’
রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে, জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিয়মিত অভিযান করছি। আজ বিশেষ অভিযান চালিয়েছি। রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচ শত গাড়ি জব্দ করা হয়।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১০ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৩ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৫ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে