নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ওষুধের খুচরা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নবনির্বাচিত সভাপতি শাহ জালাল বাচ্চু। আজ সোমবার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন।
শাহ জালাল বাচ্চু বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীদের নিয়েই মিটফোর্ডের সেই রমরমা ব্যবসা কীভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করা হবে।
সভাপতি বলেছেন, ঔষধ প্রশাসন, শিল্প সমিতি অথবা প্রশাসনের কাছে নকল-ভেজাল ওষুধের অপবাদ শুনতে হয়। ব্যবসায়ীদের এ কলঙ্ক মোচন করতে হবে। মিটফোর্ড থেকে এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শাহ জালাল বলেন, নকল-ভেজাল ওষুধ প্রতিরোধে সরকারের উচ্চ মহল থেকে চাপ রয়েছে। গুটি কয়েক মানুষের জন্য অপবাদ পুরো ওষুধ ব্যবসায়ীদের নেওয়া যাবে না।
ওষুধ ব্যবসায়ীরা সামনের দিনে মিটফোর্ডের ব্যবসার উন্নয়ন কীভাবে করা যায়, হয়রানিমুক্ত ব্যবসা-বাণিজ্য কীভাবে রাখা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন তারা। পাশাপাশি গুটি কয়েক কেমিস্টের জন্য মিটফোর্ডের যে বদনাম রয়েছে, সেটি কীভাবে ঘোচানো যায়, সে ব্যাপারেও সাধারণ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে পরিচালনা পর্ষদ।
প্রসঙ্গত, দেশে যত ধরনের নকল-ভেজাল, আনরেজিস্টার্ড, ফিজিশিয়ান স্যাম্পল, কোড কাটা ওষুধ, লেভেলবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকারি ওষুধ, লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করা ওষুধের স্বর্গ রাজ্য হচ্ছে মিটফোর্ড। বিগত দিনে অভিযান চালিয়ে নকল-ভেজাল ওষুধ উদ্ধারসহ জরিমানা করা হয়েছে।

মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন ওষুধের খুচরা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) নবনির্বাচিত সভাপতি শাহ জালাল বাচ্চু। আজ সোমবার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন।
শাহ জালাল বাচ্চু বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের জন্য সর্বোচ্চ ত্যাগ ও চেষ্টায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীদের নিয়েই মিটফোর্ডের সেই রমরমা ব্যবসা কীভাবে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে কাজ করা হবে।
সভাপতি বলেছেন, ঔষধ প্রশাসন, শিল্প সমিতি অথবা প্রশাসনের কাছে নকল-ভেজাল ওষুধের অপবাদ শুনতে হয়। ব্যবসায়ীদের এ কলঙ্ক মোচন করতে হবে। মিটফোর্ড থেকে এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
মিটফোর্ডকে নকল ওষুধ মুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শাহ জালাল বলেন, নকল-ভেজাল ওষুধ প্রতিরোধে সরকারের উচ্চ মহল থেকে চাপ রয়েছে। গুটি কয়েক মানুষের জন্য অপবাদ পুরো ওষুধ ব্যবসায়ীদের নেওয়া যাবে না।
ওষুধ ব্যবসায়ীরা সামনের দিনে মিটফোর্ডের ব্যবসার উন্নয়ন কীভাবে করা যায়, হয়রানিমুক্ত ব্যবসা-বাণিজ্য কীভাবে রাখা যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করেন তারা। পাশাপাশি গুটি কয়েক কেমিস্টের জন্য মিটফোর্ডের যে বদনাম রয়েছে, সেটি কীভাবে ঘোচানো যায়, সে ব্যাপারেও সাধারণ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে পরিচালনা পর্ষদ।
প্রসঙ্গত, দেশে যত ধরনের নকল-ভেজাল, আনরেজিস্টার্ড, ফিজিশিয়ান স্যাম্পল, কোড কাটা ওষুধ, লেভেলবিহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সরকারি ওষুধ, লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করা ওষুধের স্বর্গ রাজ্য হচ্ছে মিটফোর্ড। বিগত দিনে অভিযান চালিয়ে নকল-ভেজাল ওষুধ উদ্ধারসহ জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে