নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।

রাজধানীর ১৭টি জায়গাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে আগামীকাল সোমবার থেকে সেসব এলাকায় মশা মারার ওষুধ ছিটাতে ঢাকার সিটি করপোরেশনের মেয়রদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিবেদনকে আমলে নিয়ে তিনি আজ রোববার সচিবালয়ে এক জরুরি বৈঠকে এই নির্দেশ দেন।
রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, বসুন্ধরা, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা এবং মোহাম্মদপুরকে ডেঙ্গুর হটস্পট হিসেবে বিবেচনা করে সোমবার থেকে সেসব এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে তাজুল বলেন, তারা কীভাবে তা বাস্তবায়ন করছে সেই তথ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনের কার্যক্রম তদারকিতে আমরা এবারও একটি সেল গঠন করেছি।
মন্ত্রী জানান, সিটি করপোরেশনে জনবলের সমস্যা থাকলে তা পূরণের ব্যবস্থা করা হবে। আউটসোর্সিংয়ের দরকার হলে তারও ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোর যদি টাকার দরকার হয় মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। মশক নিধনের ওষুধের মজুত আছে, এবার ওষুধের কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের নাম-ঠিকানা সরবরাহ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী। সেই ঠিকানা ধরে ডেঙ্গু রোগীদের বাসা বা আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটাতে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে