নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার, তা এখনো ঠিক না হওয়ায় আগামীকালের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চাঁদ দেখা সাপেক্ষে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আজ ঈদের চাঁদ দেখা না গেলে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। এখন যে কয়টা ট্রেন যে সময়ে চলছে, আগামীকালও একইভাবে চলবে।’
এর আগে, গত ২৪ মার্চ শুরু হয় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ হয় ৩০ মার্চ। আর ৩ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি, যা আজ শেষ হবে। তবে কাল ঈদ হলে আগামী ১১ ও ১২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর কাল ঈদ না হলে আগামী ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি করা হবে বলেও জানান মাসুদ সারওয়ার।
এদিকে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ বিষয়ে মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গতকাল কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসেও অনেক চাপ পড়েছে। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ করা গেছে।’
মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় তাদের ছাদ থেকে নামানো যায়নি।’

ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে রেল। গত ৫ এপ্রিল থেকে সেই অগ্রিম টিকিটের ঈদযাত্রা শুরু হয়। শেষ হচ্ছে আজ মঙ্গলবার। তবে ঈদ আগামীকাল বুধবার নাকি বৃহস্পতিবার, তা এখনো ঠিক না হওয়ায় আগামীকালের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চাঁদ দেখা সাপেক্ষে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, ‘আজ ঈদের চাঁদ দেখা না গেলে ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। এখন যে কয়টা ট্রেন যে সময়ে চলছে, আগামীকালও একইভাবে চলবে।’
এর আগে, গত ২৪ মার্চ শুরু হয় ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শেষ হয় ৩০ মার্চ। আর ৩ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা ফেরার অগ্রিম টিকিট বিক্রি, যা আজ শেষ হবে। তবে কাল ঈদ হলে আগামী ১১ ও ১২ তারিখের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর কাল ঈদ না হলে আগামী ১০ ও ১২ তারিখের টিকিট বিক্রি করা হবে বলেও জানান মাসুদ সারওয়ার।
এদিকে, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের ওপর চাপ বেড়েছে। বিপুল পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এ বিষয়ে মাসুদ সারওয়ার আরও বলেন, ‘গতকাল কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ ছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকেরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসেও অনেক চাপ পড়েছে। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ করা গেছে।’
মাসুদ সারওয়ার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় তাদের ছাদ থেকে নামানো যায়নি।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
১ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে