ঢামেক প্রতিবেদক

গত সোমবার রাজধানীর শহীদ মিনারে মারধরের শিকার হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তাঁকে মারধর করা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ঢামেক হাসপাতালের প্রায় ২০০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করছেন।
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে শহীদ মিনারে মারধরের ঘটনায় আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই করেনি। তাই আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আছি।’
মহিউদ্দিন জিলানী আরও বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ওই চিকিৎসককে যারা মারধর করেছে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এছাড়া ভবিষ্যতে শহীদ মিনার এলাকায় এমন ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করা। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করছি। তবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না।’
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি। ইন্টার্নদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যর ডিজি সবাই আলোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। তাঁদেরকে অনেক ছবি দেখানো হয়েছে। তাঁরা শনাক্ত করতে পারেনি। আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।’

গত সোমবার রাজধানীর শহীদ মিনারে মারধরের শিকার হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. এ কে এম সাজ্জাদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তাঁকে মারধর করা হয়। এ ঘটনার ৪৮ ঘণ্টা পেরোলেও হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রতিবাদে ঢামেক হাসপাতালের প্রায় ২০০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি পালন করছেন।
আজ বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, ‘আমাদের ইন্টার্ন চিকিৎসক মো. সাজ্জাদ হোসাইনকে শহীদ মিনারে মারধরের ঘটনায় আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। এই সময়ের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরেও এই ব্যাপারে পুলিশ কোনো কিছুই করেনি। তাই আগের কর্মসূচি অনুযায়ী আমরা আজ বৃহস্পতিবার দুপুর ১২টার থেকে প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে আছি।’
মহিউদ্দিন জিলানী আরও বলেন, ‘আমাদের দাবি ছিল আমাদের ওই চিকিৎসককে যারা মারধর করেছে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এছাড়া ভবিষ্যতে শহীদ মিনার এলাকায় এমন ঘটনা যেন না ঘটে সেটা নিশ্চিত করা। এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।’
এদিকে হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালের জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করছি। তবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না।’
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় এখনো কেউ শনাক্ত হয়নি। ইন্টার্নদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যর ডিজি সবাই আলোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, ‘শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। তাঁদের পক্ষ থেকে একটা জিডি হয়েছে। তাঁদেরকে অনেক ছবি দেখানো হয়েছে। তাঁরা শনাক্ত করতে পারেনি। আমরা অনেকটাই অগ্রসর হয়েছি। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে