নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে ফিরোজকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুর রহমান ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ আগস্ট এই মামলায় আ স ম ফিরোজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পুনরায় রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি ফিরোজকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদে অন্য নির্দেশদাতাদের শনাক্ত করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার মূল রহস্য জানা প্রয়োজন।
রিমান্ড শুনানের সময় অ স ম ফিরোজ রিমান্ড বাতিল চেয়ে বলেন, ‘আমি অসুস্থ। এই মামলার ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না।’ তিনি আরও বলেন, ‘আমি জনতার ভোটে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে সমান সম্মান করেছি। ৪৪ বছরের সংসদ সদস্য হয়ে কখনো কারোর বিরুদ্ধে মামলা করিনি।’
এর আগে ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকার একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০ আগস্ট ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সোহাগের বাবা মো. শাফায়াত হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে ১ নম্বর প্যানেল স্পিকার হিসেবে আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা ৪৪ বছর দায়িত্ব পালন করেন।

রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে ফিরোজকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুর রহমান ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ আগস্ট এই মামলায় আ স ম ফিরোজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পুনরায় রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি ফিরোজকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদে অন্য নির্দেশদাতাদের শনাক্ত করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার মূল রহস্য জানা প্রয়োজন।
রিমান্ড শুনানের সময় অ স ম ফিরোজ রিমান্ড বাতিল চেয়ে বলেন, ‘আমি অসুস্থ। এই মামলার ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না।’ তিনি আরও বলেন, ‘আমি জনতার ভোটে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলকে সমান সম্মান করেছি। ৪৪ বছরের সংসদ সদস্য হয়ে কখনো কারোর বিরুদ্ধে মামলা করিনি।’
এর আগে ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকার একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০ আগস্ট ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
সোহাগের বাবা মো. শাফায়াত হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে ১ নম্বর প্যানেল স্পিকার হিসেবে আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা ৪৪ বছর দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে