Ajker Patrika

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষের ভোগান্তি

আজকের পত্রিকা ডেস্ক­
তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা
তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালী রেলক্রসিংয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে এই অবরোধ করেন তাঁরা। এতে মহাখালী থেকে জাহাঙ্গীর গেটে চলাচল করা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা
তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রায় শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যায়। মহাখালী রেলক্রসিংয়ে বিকেল পৌনে ৪টায় সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল থেকে সরেজমিনে দেখা যায়, জাহাঙ্গীর গেট থেকে মহাখালী যাওয়ার রাস্তা বন্ধ থাকায় এই পথে চলাচল করা হাজারো মানুষজন পায়ে হেঁটে চলাচল করছেন। কেউ শিশু সন্তানকে কোলে নিয়ে, কেউ মালামাল হাতে নিয়ে হাঁটছেন। সাইকেল, মোটরসাইকেল ঠেলে নিয়ে রেললাইন পার হচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ভোগান্তিতে ক্লিষ্ট।

রাজধানীর মিরপুর থেকে বাড্ডা যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। হাতে মালামাল নিয়ে মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় ফ্লাইওভারে ওঠার মুখে বাস থেকে নেমেছি। সেখান থেকে মালামাল হাতে নিয়ে হেঁটেই যেতে হচ্ছে।’

ময়মনসিংহ থেকে আসা মনোয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘বাসে এসে মহাখালীতে নেমেই দেখি রাস্তা বন্ধ। তাই ব্যাগ কাঁধে নিয়েই হাঁটতে হচ্ছে। বাস কোথা থেকে পাব, আর কীভাবে যাব তা জানি না।’

তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা
তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধে হাজারো মানুষ পায়ে হেঁটে চলাচল করছেন। ছবি: আজকের পত্রিকা

ডিএমপির গুলশান বিভাগের মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জোনায়েদ জাহিদী বলেন, জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর রাস্তাটা বন্ধ আছে। তবে বিকল্প রাস্তা হিসেবে ফ্লাইওভার দিয়ে যান চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত