নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও পুলিশের সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকালে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। তাঁর চোখের অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চিকিৎসা নেবেন।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
গত ২২ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান আইজিপি। এ সময় আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসার জন্য ওসিকে ভারত পাঠানোর বিষয়ে এ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তাঁর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বিএনপি ও পুলিশের সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকালে তিনি ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। তাঁর চোখের অবস্থা সংকটাপন্ন। তিনি ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে চিকিৎসা নেবেন।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছে।
গত ২২ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান আইজিপি। এ সময় আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসার জন্য ওসিকে ভারত পাঠানোর বিষয়ে এ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘কোনো পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তাঁর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।’
গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব আহত হন। ২০ আগস্ট তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাঁর চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪২ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে