নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরীমণির বাসা থেকেই মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার একজন সাক্ষী আদালতে জবানবন্দিতে এ কথা বলেছেন। ওই সাক্ষীর নাম জে এ রাজিব হাসান। তিনি রাজধানীর ভাটারার বাসিন্দা। তাঁর জবানবন্দি শেষ হলে ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক মো. নজরুল ইসলাম আগামী ১২ জানুয়ারি বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সাক্ষী রাজিব হাসান আদালতে হাজিরা দেন। পরীমণির পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর আদালত আইনজীবীদের জেরা করার আহ্বান জানান। কিন্তু পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জেরা করার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। তার পরও আইনজীবী এই সাক্ষীকে জেরা করেননি। পরবর্তী তারিখে অন্য সাক্ষীদের আদালতে হাজির হওয়ার জন্য সমান জারি করেন আদালত। এ নিয়ে এই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষী জে এ রাজীব হাসান জবানবন্দিতে বলেছেন, গত বছরের ৪ আগস্ট রাতে তিনি বনানীতে পরীমণির বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। বাসার সামনে অনেক লোকের ভিড় দেখে তিনি সেখানে থামেন। অনেক র্যাব সদস্য দেখতে পান। তিনি বুঝতে পারেন র্যাব সদস্যরা পরীমণির বাসায় অভিযান চালাবেন। একপর্যায়ে র্যাব সদস্যরা তাঁকে এবং অন্য একজনকে নিয়ে ওই ভবনের পাঁচতলায় পরীমণির বাসায় যান। বাসা থেকে বলা হয়, পরীমণি বেডরুমে আছেন। পরীমণিকে জিজ্ঞাসাবাদ করলে র্যাবকে জানান, তাঁর শোয়ারঘরে মাদকদ্রব্য আছে। পরে পরীমণির শোয়ারঘর থেকে তাকে সাজানো ১৯ বোতল বিদেশি মদ, সাদা দানাদার পদার্থ এক প্যাকেট, একটা ফয়েল পেপার ও একটি পাইপ উদ্ধার করা হয়। র্যাবের একজন কর্মকর্তা এ সময় জব্দ তালিকা তৈরি করেন। পরে তাঁকে ও অন্য একজন সাক্ষীর স্বাক্ষর নেন জব্দ তালিকায়। সাক্ষী পরে জানতে পারেন সাদা দানাদার পদার্থ হচ্ছে আইস এবং ফয়েল হচ্ছে এলএসডি। র্যাব সদস্যরা পরে পরীমণি ও একজন যুবককে নিয়ে ওই বাসা ত্যাগ করেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত। পরে গত ২৫ আগস্ট এই মামলার বাদী র্যাব কর্মকর্তা মজিবুর রহমান আদালতে সাক্ষ্য দেন।
গত বছর ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

পরীমণির বাসা থেকেই মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার একজন সাক্ষী আদালতে জবানবন্দিতে এ কথা বলেছেন। ওই সাক্ষীর নাম জে এ রাজিব হাসান। তিনি রাজধানীর ভাটারার বাসিন্দা। তাঁর জবানবন্দি শেষ হলে ঢাকার বিশেষ জজ ১০-এর বিচারক মো. নজরুল ইসলাম আগামী ১২ জানুয়ারি বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সাক্ষী রাজিব হাসান আদালতে হাজিরা দেন। পরীমণির পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন। মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর আদালত আইনজীবীদের জেরা করার আহ্বান জানান। কিন্তু পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জেরা করার জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। তার পরও আইনজীবী এই সাক্ষীকে জেরা করেননি। পরবর্তী তারিখে অন্য সাক্ষীদের আদালতে হাজির হওয়ার জন্য সমান জারি করেন আদালত। এ নিয়ে এই মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষী জে এ রাজীব হাসান জবানবন্দিতে বলেছেন, গত বছরের ৪ আগস্ট রাতে তিনি বনানীতে পরীমণির বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন। বাসার সামনে অনেক লোকের ভিড় দেখে তিনি সেখানে থামেন। অনেক র্যাব সদস্য দেখতে পান। তিনি বুঝতে পারেন র্যাব সদস্যরা পরীমণির বাসায় অভিযান চালাবেন। একপর্যায়ে র্যাব সদস্যরা তাঁকে এবং অন্য একজনকে নিয়ে ওই ভবনের পাঁচতলায় পরীমণির বাসায় যান। বাসা থেকে বলা হয়, পরীমণি বেডরুমে আছেন। পরীমণিকে জিজ্ঞাসাবাদ করলে র্যাবকে জানান, তাঁর শোয়ারঘরে মাদকদ্রব্য আছে। পরে পরীমণির শোয়ারঘর থেকে তাকে সাজানো ১৯ বোতল বিদেশি মদ, সাদা দানাদার পদার্থ এক প্যাকেট, একটা ফয়েল পেপার ও একটি পাইপ উদ্ধার করা হয়। র্যাবের একজন কর্মকর্তা এ সময় জব্দ তালিকা তৈরি করেন। পরে তাঁকে ও অন্য একজন সাক্ষীর স্বাক্ষর নেন জব্দ তালিকায়। সাক্ষী পরে জানতে পারেন সাদা দানাদার পদার্থ হচ্ছে আইস এবং ফয়েল হচ্ছে এলএসডি। র্যাব সদস্যরা পরে পরীমণি ও একজন যুবককে নিয়ে ওই বাসা ত্যাগ করেন।
গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত। পরে গত ২৫ আগস্ট এই মামলার বাদী র্যাব কর্মকর্তা মজিবুর রহমান আদালতে সাক্ষ্য দেন।
গত বছর ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরীমণির জামিন মঞ্জুর করেন। এ মামলায় গত বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত বছরের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। পরীমণি এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমণি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৮ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে