নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে