নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে এ সব দাবি তুলে ধরেন। এ সময় তারা নির্বাচন কমিশনে স্মারকলিপিও জমা দেন।
এ বিষয়ে ফওজিয়া মোসলেম বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়।’
মহিলা পরিষদের ১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; নির্বাচনে যাতে অধিক সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখা; রাজনৈতিক দলগুলো থেকে যাতে অধিক সংখ্যক নারীদের মনোনয়ন দেয় সে বিষয়ে দৃষ্টি রাখা; সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব বিষয়ক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর ৯০ নং ধারাটি সংশোধিত অধ্যাদেশেও অন্তর্ভুক্ত রাখা।
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে মহিলা পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রত্যেক রাজনৈতিক দলের কমিটি সমূহে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি তিনি দেখবেন। এ ছাড়া নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

নারী নির্যাতনকারী ও নারীর মানবাধিকার লঙ্ঘনকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে এ সব দাবি তুলে ধরেন। এ সময় তারা নির্বাচন কমিশনে স্মারকলিপিও জমা দেন।
এ বিষয়ে ফওজিয়া মোসলেম বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আমরা যেটা বলতে চেয়েছি সেটি হলো, নির্বাচনী পুরো প্রক্রিয়াটায় নারীরা যেন স্বাভাবিকভাবে, সুষ্ঠুভাবে, নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। সে রকম একটি নির্বাচনী পরিবেশ যেন তৈরি করা হয়।’
মহিলা পরিষদের ১৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা; নির্বাচনে যাতে অধিক সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদার দিকে বিশেষ নজর রাখা; রাজনৈতিক দলগুলো থেকে যাতে অধিক সংখ্যক নারীদের মনোনয়ন দেয় সে বিষয়ে দৃষ্টি রাখা; সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব বিষয়ক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ২০০৮ এর ৯০ নং ধারাটি সংশোধিত অধ্যাদেশেও অন্তর্ভুক্ত রাখা।
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে মহিলা পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে প্রত্যেক রাজনৈতিক দলের কমিটি সমূহে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তির বিষয়টি তিনি দেখবেন। এ ছাড়া নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩৪ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে