নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংহতি অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের কাছে উপাচার্যের অপসারণের দাবি তোলেন নেতাকর্মীরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দাবি করতে চাই, অনতিবিলম্বে শাবিপ্রবির উপাচার্যকে অপসারণ করা হোক। সরকার অজুহাত দিয়ে এটাকে জেদের বশে পরিণত করেছে। হাজার হাজার শিক্ষার্থীর জীবন যেখানে বিপন্ন, অনশনরত শিক্ষার্থীরা জীবন-মরণের মাঝে দাঁড়িয়ে আছে, তাঁদের বিষয়ে সরকারকে বলতে চাই, কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হলে এই সরকার, সরকারের শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল শিক্ষকেরা এবং দেশের সাধারণ মানুষ শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা লড়াই করছেন একটা অন্যায়ের বিরুদ্ধে।
এই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন আজ সম্পর্কিত। তাঁর বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবির শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন। তাই আর জল ঘোলা না করে, কালবিলম্ব না করে, সব জেদ-অহমিকা পরিহার করে অনতিবিলম্বে সিলেটে গিয়ে (ভিসি যদি স্বেচ্ছায় সম্মানের সঙ্গে পদত্যাগ না করে) তাঁকে অপসারণ করুন। এই দুষ্কর্মের সঙ্গে জড়িতদের অপসারণ করুন এবং আইনের আওতায় আনুন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন।
বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যের তৎপরতা বন্ধের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের এই সমন্বয়কারী বলেন, ‘আমরা দাবি করছি, শিক্ষার্থীদের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সরকার সিধা পথে যদি না আসে, তাহলে এই শিক্ষার্থীদের পাশে কেবল বাম গণতান্ত্রিক জোট নয়, সারা দেশের মানুষ এক হয়ে শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য করাবে।
সম্প্রতি অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংহতি অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সরকারের কাছে উপাচার্যের অপসারণের দাবি তোলেন নেতাকর্মীরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দাবি করতে চাই, অনতিবিলম্বে শাবিপ্রবির উপাচার্যকে অপসারণ করা হোক। সরকার অজুহাত দিয়ে এটাকে জেদের বশে পরিণত করেছে। হাজার হাজার শিক্ষার্থীর জীবন যেখানে বিপন্ন, অনশনরত শিক্ষার্থীরা জীবন-মরণের মাঝে দাঁড়িয়ে আছে, তাঁদের বিষয়ে সরকারকে বলতে চাই, কোনো শিক্ষার্থীর জীবন বিপন্ন হলে এই সরকার, সরকারের শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল শিক্ষকেরা এবং দেশের সাধারণ মানুষ শাবিপ্রবির শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা লড়াই করছেন একটা অন্যায়ের বিরুদ্ধে।
এই নেতা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যার সঙ্গে সরকারি দলের নানা স্তরের লোকজন আজ সম্পর্কিত। তাঁর বিরুদ্ধে দেশের মানুষ ও শাবিপ্রবির শিক্ষার্থীরা আজ অবস্থান নিয়েছেন। তাই আর জল ঘোলা না করে, কালবিলম্ব না করে, সব জেদ-অহমিকা পরিহার করে অনতিবিলম্বে সিলেটে গিয়ে (ভিসি যদি স্বেচ্ছায় সম্মানের সঙ্গে পদত্যাগ না করে) তাঁকে অপসারণ করুন। এই দুষ্কর্মের সঙ্গে জড়িতদের অপসারণ করুন এবং আইনের আওতায় আনুন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন।
বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যের তৎপরতা বন্ধের কথা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের এই সমন্বয়কারী বলেন, ‘আমরা দাবি করছি, শিক্ষার্থীদের শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সরকার সিধা পথে যদি না আসে, তাহলে এই শিক্ষার্থীদের পাশে কেবল বাম গণতান্ত্রিক জোট নয়, সারা দেশের মানুষ এক হয়ে শিক্ষার্থীদের দাবি মানতে বাধ্য করাবে।
সম্প্রতি অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৫ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৮ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে